8:47 pm, Sunday, 24 August 2025

চলতি সপ্তাহে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান জানিয়েছেন, চলতি সপ্তাহেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

শনিবার (২৩ আগস্ট) কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি জানান, দেশে বর্তমানে সাড়ে ১৩ হাজারের বেশি সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে। এই পদগুলোতে নিয়োগের জন্য আইনগত কোনো বাধা নেই। কিছু নিয়োগবিধি সংশোধনের প্রস্তাবনা অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

মহাপরিচালক আরও বলেন, “আমরা পরিকল্পনা অনুযায়ী চলতি আগস্টের মধ্যে এই ১৩ হাজারের বেশি শিক্ষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করব। ডিসেম্বরের মধ্যে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। এটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সভায় উপস্থিত প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন পোদ্দার উল্লেখ করেন, দেশের প্রত্যন্ত এলাকা, চরাঞ্চল ও গ্রামে শিক্ষকরা কাজ করতে আগ্রহী নন। তারা শহরে বদলি পেতে চায়, যার ফলে বদলি ও তদবিরের চাপ বৃদ্ধি পায়। এটি সামাজিক ও রাজনৈতিক সমস্যা হিসেবে দেখা দিচ্ছে।

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

চলতি সপ্তাহে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

Update Time : 09:40:47 am, Sunday, 24 August 2025

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান জানিয়েছেন, চলতি সপ্তাহেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে।

শনিবার (২৩ আগস্ট) কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি জানান, দেশে বর্তমানে সাড়ে ১৩ হাজারের বেশি সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে। এই পদগুলোতে নিয়োগের জন্য আইনগত কোনো বাধা নেই। কিছু নিয়োগবিধি সংশোধনের প্রস্তাবনা অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

মহাপরিচালক আরও বলেন, “আমরা পরিকল্পনা অনুযায়ী চলতি আগস্টের মধ্যে এই ১৩ হাজারের বেশি শিক্ষক পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করব। ডিসেম্বরের মধ্যে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। এটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

সভায় উপস্থিত প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন পোদ্দার উল্লেখ করেন, দেশের প্রত্যন্ত এলাকা, চরাঞ্চল ও গ্রামে শিক্ষকরা কাজ করতে আগ্রহী নন। তারা শহরে বদলি পেতে চায়, যার ফলে বদলি ও তদবিরের চাপ বৃদ্ধি পায়। এটি সামাজিক ও রাজনৈতিক সমস্যা হিসেবে দেখা দিচ্ছে।