3:30 pm, Thursday, 18 September 2025

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বিদেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর মৌখিক নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ নির্দেশনা আনুষ্ঠানিকভাবে কোনো নথি বা ই-মেইলের মাধ্যমে নয়, বরং টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে জানানো হয়েছে বলে বিভিন্ন মিশন সূত্রে জানা গেছে।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই নির্দেশনা পাওয়ার পর দায়িত্বপ্রাপ্ত দূতদের বলা হয়েছে যেন তারা সংশ্লিষ্ট অঞ্চলের অন্যান্য মিশনকেও বিষয়টি জানিয়ে দেন এবং ছবিসমূহ অপসারণের বিষয়টি তদারকি করেন।

দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের কয়েকটি মিশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখনো অনেক দূত এ ধরনের কোনো নির্দেশনা আনুষ্ঠানিক বা মৌখিকভাবে পাননি। তবে অন্তত দুটি মিশনের প্রধান নিশ্চিত করেছেন, তারা এই নির্দেশনা পেয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র কূটনীতিক জানান, ঢাকার পক্ষ থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়টি শুধু মৌখিকভাবেই জানানো হয়েছে। এই নির্দেশনার আনুষ্ঠানিকতা নিয়ে কিছুটা ধোঁয়াশা থাকলেও, সংশ্লিষ্ট দূতরা বিষয়টি গুরুত্ব সহকারে নিচ্ছেন।

আরেকজন কূটনীতিক বলেন, “আমাদের অঞ্চলে যিনি প্রধান দায়িত্বে রয়েছেন, তিনি এখনো আমাদের সরাসরি কিছু জানাননি। তবে কাছাকাছি একটি মিশনের রাষ্ট্রদূতের মাধ্যমে আমরা এ বিষয়ে অবগত হয়েছি।”

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

বিদেশে বাংলাদেশের সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ

Update Time : 09:48:38 am, Sunday, 17 August 2025

বিদেশে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর মৌখিক নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এ নির্দেশনা আনুষ্ঠানিকভাবে কোনো নথি বা ই-মেইলের মাধ্যমে নয়, বরং টেলিফোনে অঞ্চলভিত্তিক কয়েকজন রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে জানানো হয়েছে বলে বিভিন্ন মিশন সূত্রে জানা গেছে।

গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এই নির্দেশনা পাওয়ার পর দায়িত্বপ্রাপ্ত দূতদের বলা হয়েছে যেন তারা সংশ্লিষ্ট অঞ্চলের অন্যান্য মিশনকেও বিষয়টি জানিয়ে দেন এবং ছবিসমূহ অপসারণের বিষয়টি তদারকি করেন।

দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের কয়েকটি মিশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখনো অনেক দূত এ ধরনের কোনো নির্দেশনা আনুষ্ঠানিক বা মৌখিকভাবে পাননি। তবে অন্তত দুটি মিশনের প্রধান নিশ্চিত করেছেন, তারা এই নির্দেশনা পেয়েছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিনিয়র কূটনীতিক জানান, ঢাকার পক্ষ থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়টি শুধু মৌখিকভাবেই জানানো হয়েছে। এই নির্দেশনার আনুষ্ঠানিকতা নিয়ে কিছুটা ধোঁয়াশা থাকলেও, সংশ্লিষ্ট দূতরা বিষয়টি গুরুত্ব সহকারে নিচ্ছেন।

আরেকজন কূটনীতিক বলেন, “আমাদের অঞ্চলে যিনি প্রধান দায়িত্বে রয়েছেন, তিনি এখনো আমাদের সরাসরি কিছু জানাননি। তবে কাছাকাছি একটি মিশনের রাষ্ট্রদূতের মাধ্যমে আমরা এ বিষয়ে অবগত হয়েছি।”