12:01 pm, Thursday, 3 July 2025

মধ্যরাতে কমলাপুর রেলস্টেশনের মনিটরে ভেসে উঠল ‘অশ্লীল ভিডিও’

  • Akram
  • Update Time : 06:27:27 pm, Monday, 30 December 2024
  • 106

মধ্যরাতে কমলাপুর রেলস্টেশনের মনিটরে ভেসে উঠল ‘অশ্লীল ভিডিও’

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর কমলাপুর রেলস্টেশনের প্রবেশপথের মনিটরে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্ক্রলের পর এবার অনুসন্ধান কাউন্টারের ওপরের মনিটরে অশ্লীল ভিডিও চলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার (২৭ ডিসেম্বর) মধ্যরাতে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে হঠাৎ করে অনুসন্ধান কাউন্টারের ওপরের মনিটরে অশ্লীল ভিডিও চলতে শুরু করে। এতে সেখানে থাকা যাত্রী ও অন্যান্যরা বিব্রত হয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপস্থিত লোকজন মনিটরটি বন্ধ করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে এক ব্যক্তি পাথর ছুঁড়ে মনিটরটি ভেঙে ফেলেন।

এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশের ঢাকা বিভাগের পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন।

তিনি বলেন, মধ্যরাতে রেল স্টেশনের মনিটরে অশ্লীল ভিডিও চলার কথা শুনেছি। এই ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। বিস্তারিত রেলওয়ে থানা বলতে পারবে।

এর আগে গত ২৬ অক্টোবর সকালে ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর স্টেশন) প্রবেশ পথের এলইডি স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা ভেসে ওঠার ঘটনা ঘটে।

Write Your Comment

About Author Information

Akram

Popular Post

মধ্যরাতে কমলাপুর রেলস্টেশনের মনিটরে ভেসে উঠল ‘অশ্লীল ভিডিও’

Update Time : 06:27:27 pm, Monday, 30 December 2024

রাজধানীর কমলাপুর রেলস্টেশনের প্রবেশপথের মনিটরে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ স্ক্রলের পর এবার অনুসন্ধান কাউন্টারের ওপরের মনিটরে অশ্লীল ভিডিও চলার ঘটনা ঘটেছে। গত শুক্রবার (২৭ ডিসেম্বর) মধ্যরাতে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, শুক্রবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে হঠাৎ করে অনুসন্ধান কাউন্টারের ওপরের মনিটরে অশ্লীল ভিডিও চলতে শুরু করে। এতে সেখানে থাকা যাত্রী ও অন্যান্যরা বিব্রত হয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপস্থিত লোকজন মনিটরটি বন্ধ করার চেষ্টা করেও ব্যর্থ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে এক ব্যক্তি পাথর ছুঁড়ে মনিটরটি ভেঙে ফেলেন।

এই ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন রেলওয়ে পুলিশের ঢাকা বিভাগের পুলিশ সুপার (এসপি) আনোয়ার হোসেন।

তিনি বলেন, মধ্যরাতে রেল স্টেশনের মনিটরে অশ্লীল ভিডিও চলার কথা শুনেছি। এই ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। বিস্তারিত রেলওয়ে থানা বলতে পারবে।

এর আগে গত ২৬ অক্টোবর সকালে ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর স্টেশন) প্রবেশ পথের এলইডি স্ক্রিনে ‘আওয়ামী লীগ জিন্দাবাদ’ লেখা ভেসে ওঠার ঘটনা ঘটে।