3:18 pm, Saturday, 25 January 2025

৩ ছাত্রের মৃত্যুতে আইইউটিতে তিন দিনের শোক, ক্লাস-পরীক্ষা বন্ধ

  • Akram
  • Update Time : 09:09:55 pm, Sunday, 24 November 2024
  • 91

৩ ছাত্রের মৃত্যুতে আইইউটিতে তিন দিনের শোক, ক্লাস-পরীক্ষা বন্ধ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গাজীপুরের বোর্ড বাজারে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (২৫ নভেম্বর) থেকে তিন দিনের শোক পালন ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

এসময় বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত থাকবে এবং এক সপ্তাহ ধরে সকল অ্যাকাডেমিক কার্যক্রম স্থগিত রাখা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার সকালে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত মাটির মায়া ইকো রিসোর্টে পিকনিক করতে যাওয়ার সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় আইইউটির মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শোকাহত। দুর্ঘটনায় একই বিভাগের আরও তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আহত ছাত্রদের চিকিৎসায় সর্বোত্তম সহযোগিতা করবে।

এই হৃদয়বিদারক ঘটনায় প্রয়াত শিক্ষার্থীদের আত্মার সম্মান জানাতে ২৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত তিন দিনের শোক ঘোষণা করেছে এবং আইইউটি পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হবে। ২৩ নভেম্বর এশার নামাজের পরে আইইউটির মসজিদে একটি গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

এ ছাড়া শ্রদ্ধার স্মারক হিসেবে এবং এই ট্র্যাজেডির গুরুত্বের স্বীকৃতিস্বরূপ সমস্ত অ্যাকাডেমিক কার্যক্রম এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। দুর্ঘটনার আশপাশের পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ক্ষতির জন্য গভীর শোক প্রকাশ করেছে। নিহতদের পরিবারের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Write Your Comment

About Author Information

Akram

৩ ছাত্রের মৃত্যুতে আইইউটিতে তিন দিনের শোক, ক্লাস-পরীক্ষা বন্ধ

Update Time : 09:09:55 pm, Sunday, 24 November 2024

গাজীপুরের বোর্ড বাজারে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (২৫ নভেম্বর) থেকে তিন দিনের শোক পালন ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি।

এসময় বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত থাকবে এবং এক সপ্তাহ ধরে সকল অ্যাকাডেমিক কার্যক্রম স্থগিত রাখা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রোববার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শনিবার সকালে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত মাটির মায়া ইকো রিসোর্টে পিকনিক করতে যাওয়ার সময় এক মর্মান্তিক দুর্ঘটনায় আইইউটির মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের তিন শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শোকাহত। দুর্ঘটনায় একই বিভাগের আরও তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আহত ছাত্রদের চিকিৎসায় সর্বোত্তম সহযোগিতা করবে।

এই হৃদয়বিদারক ঘটনায় প্রয়াত শিক্ষার্থীদের আত্মার সম্মান জানাতে ২৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত তিন দিনের শোক ঘোষণা করেছে এবং আইইউটি পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন করা হবে। ২৩ নভেম্বর এশার নামাজের পরে আইইউটির মসজিদে একটি গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

এ ছাড়া শ্রদ্ধার স্মারক হিসেবে এবং এই ট্র্যাজেডির গুরুত্বের স্বীকৃতিস্বরূপ সমস্ত অ্যাকাডেমিক কার্যক্রম এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। দুর্ঘটনার আশপাশের পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ক্ষতির জন্য গভীর শোক প্রকাশ করেছে। নিহতদের পরিবারের প্রতিও গভীর সমবেদনা জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।