9:29 pm, Sunday, 8 December 2024

শীতকালেই কেন বেশি বিয়ে হয়?

  • Akram
  • Update Time : 11:22:17 am, Wednesday, 20 November 2024
  • 54

শীতকালেই কেন বেশি বিয়ে হয়?

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বছরের মধ্যে সবচেয়ে বেশি বিয়ে হয় শীতকালে, আর এ কারণেই শীতকাল পরিচিত “বিয়ের মৌসুম” হিসেবে। শীতের সঙ্গে বিয়ের যেন এক অনন্য মধুর সম্পর্ক রয়েছে। বছরের অন্য যেকোনো সময়ের তুলনায় শীত এলে যেন বিয়ের উৎসবের ঢল নামে।

কিন্তু কখনো ভেবে দেখেছেন, কেন মানুষ বিয়ের জন্য শীতকালকেই সবচেয়ে বেশি বেছে নেয়? এর পেছনে নানা মত ও যুক্তি রয়েছে। তবে তর্ক-বিতর্কের জট না খুলে, শীতকালে বিয়ে করার সুবিধাগুলোই চলুন জানা যাক।

ছুটি:

বছর শেষে অনেক প্রতিষ্ঠান থেকে ছুটি মেলে। বিশেষ করে স্কুলগুলোতে। বেশিরভাগ আত্মীয়-পরিজনের সন্তান স্কুলগামী থাকে। যে কারণে বছরের মাঝামাঝি বা অন্যান্য সময়ে বিয়ের আয়োজন করলে সবাই উপস্থিত হতে পারে না। এসময় যেহেতু ছুটি থাকে তাই সবার উপস্থিতি অনেকটা সহজ হয়ে যায়। আর এ কারণেই ডিসেম্বরে বেশিরভাগ বিয়ের আয়োজন করা হয়।

খাবার:

বিয়ে মানেই নানা ধরনের সুস্বাদু খাবারের আয়োজন। গরমে বিয়ের আয়োজন করলে অনেক সময় দ্রুত খাবার নষ্ট হয়ে যায়। আবার কারও কারও ক্ষেত্রে একটু ভারী খাবার খেলেই গরমের কারণে হজমে সমস্যা হয়। সবকিছু মিলিয়ে আরাম করে খাওয়া মুশকিল হয়ে পড়ে। এর বদলে শীতে যত খুশি খাবারের আয়োজন করুন, দ্রুত নষ্ট হওয়ার ভয় নেই। আবার এসময় একটু বেশি খেয়ে ফেললেও হজম নিয়ে সমস্যায় পড়তে হবে না। শীতে বিয়ের আয়োজন বেশি হওয়ার এটিও একটি কারণ।

বিয়ের সাজ:

শীতের সময়ে যত খুশি সাজুন, নষ্ট হওয়ার ভয় নেই। এটি মন ভরে সাজগোজ করারও মৌসুম, যেখানে গরমের সময়ে হালকা সাজলেও একটু পরে ঘেমে সব নষ্ট হয়ে যায়। কিন্তু শীতে ভারী সাজলেও তা সারাদিনে নষ্ট হবে না। কারণ এসময় ঘেমে যাওয়ার ভয় নেই। তাই বিয়ের কনে কিংবা বর তো বটেই, অতিথিরাও এসময় প্রাণ ভরে সাজতে পারেন, পরতে পারেন নিজের পছন্দের সবচেয়ে জমকালো পোশাকটি।

ফুলের দাম কম থাকে:

শীতকালকে বলা হয় ফুলের মৌসুম। বাজারে এই সময়ে ফুলের কোনো কমতি থাকে না আর দামও তুলনামূলক ভাবে কম থাকে। তাই স্টেজ ডেকরেট ও বিয়ের নানা আয়জনে ফুল কিনতে খরচ অনেক কম হয়ে থাকে। তাই অনেকেই এখান থেকেও বেশ কিছু টাকা সাশ্রয় করতে পারেন।

বিদ্যুৎ বিল কম আসে:

শীতকালে গরমকালের মত ফ্যান বা এসি ব্যবহার করতে হয় না। তাই বিয়ের অনুষ্ঠানে ফ্যান বা এসি প্রয়োজন কম পড়ে। যে কারণে স্বাভাবিক ভাবেই বিদ্যুৎ বিলও কম আসে।

শীতে পরিশ্রম করা সহজ:

একটি বিয়ের অনুষ্ঠান আয়োজন করতে কত রকমই না পরিশ্রম আর কাজ করতে হয়। প্রায় ১ মাস আগে থেকে শুরু হয়ে যায় প্রস্তুতি। কিন্তু এই সময়ে গরমকালের মত কাজ করলেই এনার্জি চলে যায় না। তাই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করতে ক্লান্তি আসে না।

Write Your Comment

About Author Information

Akram

কনক্রিট হল ব্লক- বাড়ির শক্ত ভিতের জন্য সেরা পছন্দ

শীতকালেই কেন বেশি বিয়ে হয়?

Update Time : 11:22:17 am, Wednesday, 20 November 2024

বছরের মধ্যে সবচেয়ে বেশি বিয়ে হয় শীতকালে, আর এ কারণেই শীতকাল পরিচিত “বিয়ের মৌসুম” হিসেবে। শীতের সঙ্গে বিয়ের যেন এক অনন্য মধুর সম্পর্ক রয়েছে। বছরের অন্য যেকোনো সময়ের তুলনায় শীত এলে যেন বিয়ের উৎসবের ঢল নামে।

কিন্তু কখনো ভেবে দেখেছেন, কেন মানুষ বিয়ের জন্য শীতকালকেই সবচেয়ে বেশি বেছে নেয়? এর পেছনে নানা মত ও যুক্তি রয়েছে। তবে তর্ক-বিতর্কের জট না খুলে, শীতকালে বিয়ে করার সুবিধাগুলোই চলুন জানা যাক।

ছুটি:

বছর শেষে অনেক প্রতিষ্ঠান থেকে ছুটি মেলে। বিশেষ করে স্কুলগুলোতে। বেশিরভাগ আত্মীয়-পরিজনের সন্তান স্কুলগামী থাকে। যে কারণে বছরের মাঝামাঝি বা অন্যান্য সময়ে বিয়ের আয়োজন করলে সবাই উপস্থিত হতে পারে না। এসময় যেহেতু ছুটি থাকে তাই সবার উপস্থিতি অনেকটা সহজ হয়ে যায়। আর এ কারণেই ডিসেম্বরে বেশিরভাগ বিয়ের আয়োজন করা হয়।

খাবার:

বিয়ে মানেই নানা ধরনের সুস্বাদু খাবারের আয়োজন। গরমে বিয়ের আয়োজন করলে অনেক সময় দ্রুত খাবার নষ্ট হয়ে যায়। আবার কারও কারও ক্ষেত্রে একটু ভারী খাবার খেলেই গরমের কারণে হজমে সমস্যা হয়। সবকিছু মিলিয়ে আরাম করে খাওয়া মুশকিল হয়ে পড়ে। এর বদলে শীতে যত খুশি খাবারের আয়োজন করুন, দ্রুত নষ্ট হওয়ার ভয় নেই। আবার এসময় একটু বেশি খেয়ে ফেললেও হজম নিয়ে সমস্যায় পড়তে হবে না। শীতে বিয়ের আয়োজন বেশি হওয়ার এটিও একটি কারণ।

বিয়ের সাজ:

শীতের সময়ে যত খুশি সাজুন, নষ্ট হওয়ার ভয় নেই। এটি মন ভরে সাজগোজ করারও মৌসুম, যেখানে গরমের সময়ে হালকা সাজলেও একটু পরে ঘেমে সব নষ্ট হয়ে যায়। কিন্তু শীতে ভারী সাজলেও তা সারাদিনে নষ্ট হবে না। কারণ এসময় ঘেমে যাওয়ার ভয় নেই। তাই বিয়ের কনে কিংবা বর তো বটেই, অতিথিরাও এসময় প্রাণ ভরে সাজতে পারেন, পরতে পারেন নিজের পছন্দের সবচেয়ে জমকালো পোশাকটি।

ফুলের দাম কম থাকে:

শীতকালকে বলা হয় ফুলের মৌসুম। বাজারে এই সময়ে ফুলের কোনো কমতি থাকে না আর দামও তুলনামূলক ভাবে কম থাকে। তাই স্টেজ ডেকরেট ও বিয়ের নানা আয়জনে ফুল কিনতে খরচ অনেক কম হয়ে থাকে। তাই অনেকেই এখান থেকেও বেশ কিছু টাকা সাশ্রয় করতে পারেন।

বিদ্যুৎ বিল কম আসে:

শীতকালে গরমকালের মত ফ্যান বা এসি ব্যবহার করতে হয় না। তাই বিয়ের অনুষ্ঠানে ফ্যান বা এসি প্রয়োজন কম পড়ে। যে কারণে স্বাভাবিক ভাবেই বিদ্যুৎ বিলও কম আসে।

শীতে পরিশ্রম করা সহজ:

একটি বিয়ের অনুষ্ঠান আয়োজন করতে কত রকমই না পরিশ্রম আর কাজ করতে হয়। প্রায় ১ মাস আগে থেকে শুরু হয়ে যায় প্রস্তুতি। কিন্তু এই সময়ে গরমকালের মত কাজ করলেই এনার্জি চলে যায় না। তাই বিয়ের অনুষ্ঠানের আয়োজন করতে ক্লান্তি আসে না।