1:34 am, Monday, 9 December 2024

পাঁচবিবিতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

  • Zuel Rana
  • Update Time : 11:47:05 pm, Wednesday, 16 October 2024
  • 65

ছবিঃ সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম ও ছাত্রদল নেতা শামীম হোসেনের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

আজ বুধবার দুপুর থেকে রাত ১২ টা পর্যন্ত পাঁচবিবি পৌর এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে প্রচার করা হয়েছে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপির অভ্যন্তরীন কোন্দলের জেরে গতকাল বিকেলে দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনা ঘটে। তবে সেনাবাহিনীর সদস্য ও পুলিশ ঘটনাস্থ গিয়ে ছত্র ভঙ্গে করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় দু’পক্ষের মধ্যে আবারো সংঘর্ষ ঘটতে পারে, এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা ১৪৪ ধারা জারির আদেশ দেন। আজ বুধবার রাত ১২ টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।

এ নিয়ে পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম ও সাবেক ছাত্র দল নেতা ডিপন ঘটনার জন্য একে অপরকে দায়ী করে সাংবাদিকদের কাছে পাল্টাপাল্টি অভিযোগে জানিয়েছেন। ওই সংঘর্ষে তাদের বেশ কয়েক জন নেতাকর্মী আহত হয়েছে বলেও অভিযোগ তাদের।

জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন বলেন, ‘বিএনপিতে কোন অভ্যন্তরীণ দ্বন্দ বা উপদলীয় কোন্দল নেই। তবে বিগত আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা জেল-জুলুমের শিকার হয়েছি। আর বিএনপির নামধারী এক শ্রেনির আছে, যারা সেই দুঃসময়ে ভারতে পালিয়েছিল।

অন্যদিকে আওয়ামী সরকারের যে কোন নির্বাচনে অংশ গ্রহনে সাংগঠনিক নিষেধাজ্ঞা থাকলেও নাম ধারী বিএনপি’র সেই মুখোশধারীরা আওয়ামী লীগের সাথে মিলেমিশে গত উপজেলা নির্বাচনে এক নারী প্রার্থীর পক্ষে ভোটের প্রচারণা চালিয়েছিল। সুযোগ বুঝে তারাই আবার বি্এনপিতে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। এতে যে বা যারাই উপদলীয় কোন্দলের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে মুঠোফোনে উপজেলা নির্বািহী কর্মকর্তা আরিফা সুলতানার সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

তবে, বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি কাওসার আলী।

 

বিডি/জেডআর

 

Write Your Comment

About Author Information

Zuel Rana

কনক্রিট হল ব্লক- বাড়ির শক্ত ভিতের জন্য সেরা পছন্দ

পাঁচবিবিতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

Update Time : 11:47:05 pm, Wednesday, 16 October 2024

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম ও ছাত্রদল নেতা শামীম হোসেনের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

আজ বুধবার দুপুর থেকে রাত ১২ টা পর্যন্ত পাঁচবিবি পৌর এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে প্রচার করা হয়েছে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিএনপির অভ্যন্তরীন কোন্দলের জেরে গতকাল বিকেলে দুপক্ষের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া, পাল্টা ধাওয়া ও মারপিটের ঘটনা ঘটে। তবে সেনাবাহিনীর সদস্য ও পুলিশ ঘটনাস্থ গিয়ে ছত্র ভঙ্গে করে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুনরায় দু’পক্ষের মধ্যে আবারো সংঘর্ষ ঘটতে পারে, এমন খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা সুলতানা ১৪৪ ধারা জারির আদেশ দেন। আজ বুধবার রাত ১২ টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।

এ নিয়ে পাঁচবিবি উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম ও সাবেক ছাত্র দল নেতা ডিপন ঘটনার জন্য একে অপরকে দায়ী করে সাংবাদিকদের কাছে পাল্টাপাল্টি অভিযোগে জানিয়েছেন। ওই সংঘর্ষে তাদের বেশ কয়েক জন নেতাকর্মী আহত হয়েছে বলেও অভিযোগ তাদের।

জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন বলেন, ‘বিএনপিতে কোন অভ্যন্তরীণ দ্বন্দ বা উপদলীয় কোন্দল নেই। তবে বিগত আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা জেল-জুলুমের শিকার হয়েছি। আর বিএনপির নামধারী এক শ্রেনির আছে, যারা সেই দুঃসময়ে ভারতে পালিয়েছিল।

অন্যদিকে আওয়ামী সরকারের যে কোন নির্বাচনে অংশ গ্রহনে সাংগঠনিক নিষেধাজ্ঞা থাকলেও নাম ধারী বিএনপি’র সেই মুখোশধারীরা আওয়ামী লীগের সাথে মিলেমিশে গত উপজেলা নির্বাচনে এক নারী প্রার্থীর পক্ষে ভোটের প্রচারণা চালিয়েছিল। সুযোগ বুঝে তারাই আবার বি্এনপিতে সুযোগ নেওয়ার চেষ্টা করছে। এতে যে বা যারাই উপদলীয় কোন্দলের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে মুঠোফোনে উপজেলা নির্বািহী কর্মকর্তা আরিফা সুলতানার সাথে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

তবে, বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি কাওসার আলী।

 

বিডি/জেডআর