সদ্য সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান দেশ ছেড়ে চলে গেছেন বলে গুঞ্জন ওঠেছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তার দেশ ছাড়ার খবর আসে বিভিন্ন গণমাধ্যমে। তবে তিনি কোন পথে কোন দেশে গেছেন তা জানা যায়নি।
গেলো ১০ আগস্ট রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র পাঠান ওবায়দুল হাসান। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, সুপ্রিমকার্ট বিল্ডিং এবং এর রেকর্ডসমূহ রক্ষা, কোর্ট প্রাঙ্গণ রক্ষা, বিচারপতিদের বাড়িঘর, জাজেজ টাওয়ার রক্ষা, বিচারপতিগণকে শারীরিক হেনস্থা থেকে রক্ষা করা এবং জেলা জজ কোর্টগুলো ও রেকর্ড রুমসমূহ রক্ষার স্বার্থে আমাকে এই সিদ্ধান্ত নিতে হলো। আওয়ামী লীগ সরকার পতনের পর হেয়ার রোডে তার বাড়িতে ভাংচুর করা হয়।
এর আগে, ২০২৩ সালের ২৬ সেপ্টেম্বর দেশের ২৪তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছিলেন বিচারপতি ওবায়দুল হাসান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে ১০ আগস্ট ওবায়দুল হাসান প্রধান বিচারপতির দায়িত্ব থেকে পদত্যাগ করেন।
তার পদত্যাগের আগে শিক্ষার্থীরা বিচার বিভাগকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহার করা হয়েছে- এমন দাবি করে এর পেছনে বিচারপতিদের দায় রয়েছে বলে অভিযোগ তোলেন। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে তদন্ত বন্ধের আদেশ দেয়ায় ফলে দেশের অর্থনৈতিক যে ক্ষতি হয়েছে তার দায় প্রধান বিচারপতি এড়াতে পারেন না বলেও দাবি করেন আন্দোলনরকারীরা।
এরইমধ্যে, গত ২৮ আগস্ট সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ ৭ বিচারপতির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়। আর ২৯ আগস্ট সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের ব্যাংক হিসাব জব্দ করা হয়।
এরআগে, ২০১৭ সালের ১৩ অক্টোবর সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা আওয়ামী লীগ সরকারের চাপে ঢাকা ত্যাগ করেছিলেন।
3:50 am, Wednesday, 6 November 2024
শিরোনাম :
দেশ ছাড়ার গুঞ্জন সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের
- SK Farid
- Update Time : 07:51:07 pm, Tuesday, 3 September 2024
- 56
Popular Post