জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনায় করা একটি হত্যাচেষ্টা মামলা থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১৩ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
জুলাই গণঅভ্যুত্থানের সময়ের ঘটনায় করা একটি হত্যাচেষ্টা মামলায় আহত বা ভুক্তভোগীদের খুঁজে না পাওয়ায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১১৩ জনকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
এ বিষয়ে ঢাকার বিচারিক আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী এই সংস্থাটি।
আগামী তেসরা ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছে আদালত।
এ মামলার এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের চৌঠা অগাস্ট কাজ শেষে বাসায় ফেরার পথে ঢাকার ধানমন্ডি – ২৭ এ আহত হন সাহেদ আলী।
এই ঘটনায় শেখ হাসিনাসহ ১১৩ জনকে আসামি করে ধানমণ্ডি থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।
পরে পিবিআই এই ঘটনা তদন্ত করতে গিয়ে আহতদের খুঁজে পাওয়া যায়নি।
পরে তথ্যগত ভুল উল্লেখ করে তদন্ত প্রতিবেদনে শেখ হাসিনাসহ সকলকে অব্যাহতির সুপারিশ করা হয়।









