10:05 pm, Thursday, 9 October 2025

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, “অজয় কর খোকনকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলছে।”

তবে ঠিক কোন অভিযোগে বা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি পুলিশ।

তবে ডিবি পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সম্প্রতি নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল ও সংগঠিত কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগ রয়েছে অজয় কর খোকনের বিরুদ্ধে। এসব কারণেই তাকে নজরদারিতে রাখা হচ্ছিল এবং শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, তার বিরুদ্ধে অতীতে কোনো মামলা রয়েছে কি না বা সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার সঙ্গে সংশ্লিষ্টতা আছে কিনা—তা যাচাই-বাছাই করা হচ্ছে।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর গ্রেপ্তার

Update Time : 06:12:44 pm, Wednesday, 24 September 2025

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান।

তিনি জানান, “অজয় কর খোকনকে গুলশান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলছে।”

তবে ঠিক কোন অভিযোগে বা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি পুলিশ।

তবে ডিবি পুলিশের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সম্প্রতি নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল ও সংগঠিত কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগ রয়েছে অজয় কর খোকনের বিরুদ্ধে। এসব কারণেই তাকে নজরদারিতে রাখা হচ্ছিল এবং শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, তার বিরুদ্ধে অতীতে কোনো মামলা রয়েছে কি না বা সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার সঙ্গে সংশ্লিষ্টতা আছে কিনা—তা যাচাই-বাছাই করা হচ্ছে।