3:39 pm, Thursday, 18 September 2025

হাসনাত-সারজিসকে বরিশালে অবাঞ্ছিত ঘোষণা

হাসনাত-সারজিসকে বরিশালে অবাঞ্ছিত ঘোষণা। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

কারিগরি শিক্ষার্থীদের ন্যায্য দাবির বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলমকে বরিশালে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, শিক্ষার্থীরা নগরের চৌমাথা এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন। এতে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বিক্ষোভের নেতৃত্ব দেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের বরিশাল জেলা আহ্বায়ক মাহফুজুল আলম মিঠু।

তিনি জানান, হাসনাত ও সারজিস কারিগরি শিক্ষার্থীদের দীর্ঘদিনের ন্যায্য দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাই তারা বরিশালে অবাঞ্ছিত। ভবিষ্যতে তারা এলে প্রতিরোধ গড়ে তোলা হবে।

শিক্ষার্থীরা জানান, তাদের সাত দফা দাবির মধ্যে রয়েছে-ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরি ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, চার বছরের ডিপ্লোমা ডিগ্রিকে স্নাতকের মর্যাদা দেওয়া, এবং কারিগরি শিক্ষার উন্নয়নে নির্দিষ্ট বাজেট বরাদ্দসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি।

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা হুঁশিয়ারি উচ্চারণ করেন, দাবি আদায় না হলে আন্দোলন আরও কঠোর হবে এবং সারা দেশে ছড়িয়ে পড়বে।

অবরোধ চলাকালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কোনো ধরনের সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

হাসনাত-সারজিসকে বরিশালে অবাঞ্ছিত ঘোষণা

Update Time : 12:42:48 pm, Thursday, 18 September 2025

কারিগরি শিক্ষার্থীদের ন্যায্য দাবির বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলমকে বরিশালে অবাঞ্ছিত ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, শিক্ষার্থীরা নগরের চৌমাথা এলাকায় ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন। এতে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

বিক্ষোভের নেতৃত্ব দেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদের বরিশাল জেলা আহ্বায়ক মাহফুজুল আলম মিঠু।

তিনি জানান, হাসনাত ও সারজিস কারিগরি শিক্ষার্থীদের দীর্ঘদিনের ন্যায্য দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তাই তারা বরিশালে অবাঞ্ছিত। ভবিষ্যতে তারা এলে প্রতিরোধ গড়ে তোলা হবে।

শিক্ষার্থীরা জানান, তাদের সাত দফা দাবির মধ্যে রয়েছে-ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরি ক্ষেত্রে বৈষম্য দূরীকরণ, চার বছরের ডিপ্লোমা ডিগ্রিকে স্নাতকের মর্যাদা দেওয়া, এবং কারিগরি শিক্ষার উন্নয়নে নির্দিষ্ট বাজেট বরাদ্দসহ আরও কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি।

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা হুঁশিয়ারি উচ্চারণ করেন, দাবি আদায় না হলে আন্দোলন আরও কঠোর হবে এবং সারা দেশে ছড়িয়ে পড়বে।

অবরোধ চলাকালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও কোনো ধরনের সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হয়।