2:08 pm, Thursday, 18 September 2025

আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ভাড়া না দিতে পুলিশের মাইকিং

আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ভাড়া না দিতে পুলিশের মাইকিং। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বাড়ি ভাড়া না দেওয়ার জন্য মাইকিং করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে কর্ণফুলী থানা পুলিশের পক্ষ থেকে এই মাইকিং কার্যক্রম চালানো হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানিয়েছেন, সরকারঘোষিত নিষিদ্ধ সংগঠনের সদস্যদের সম্পর্কে এই নির্দেশনা ছিল, এবং এটি সব নিষিদ্ধ সংগঠনগুলোর জন্যই প্রযোজ্য।

মাইকিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায়, এক যুবক সিএনজিচালিত অটোরিকশা থেকে মাইকিং করে ঘোষণা দিচ্ছে যে, নতুন কোনো ভাড়াটিয়া বাসা নিলে তাদের জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র থানায় জমা দিতে হবে। এছাড়া, কোনো নিষিদ্ধ সংগঠনের সদস্যকে বাড়ি ভাড়া দিলে বাড়ির মালিককেও আইনগত জবাবদিহির মুখে পড়তে হবে।

এ বিষয়ে ওসি মুহাম্মদ শরীফ আরও জানান, মাইকিংয়ের সময় ‘আওয়ামী লীগ’ নামটি আসায় কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়, যা পরে সংশোধন করা হয়েছে। তিনি নিশ্চিত করেছেন যে, এই নির্দেশনা শুধু সরকারঘোষিত নিষিদ্ধ সংগঠনগুলোর সদস্যদের জন্য ছিল, কোনো রাজনৈতিক দলের সদস্যদের জন্য নয়।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ভাড়া না দিতে পুলিশের মাইকিং

Update Time : 10:52:08 am, Thursday, 18 September 2025

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের বাড়ি ভাড়া না দেওয়ার জন্য মাইকিং করেছে পুলিশ। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে কর্ণফুলী থানা পুলিশের পক্ষ থেকে এই মাইকিং কার্যক্রম চালানো হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানিয়েছেন, সরকারঘোষিত নিষিদ্ধ সংগঠনের সদস্যদের সম্পর্কে এই নির্দেশনা ছিল, এবং এটি সব নিষিদ্ধ সংগঠনগুলোর জন্যই প্রযোজ্য।

মাইকিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায়, এক যুবক সিএনজিচালিত অটোরিকশা থেকে মাইকিং করে ঘোষণা দিচ্ছে যে, নতুন কোনো ভাড়াটিয়া বাসা নিলে তাদের জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় কাগজপত্র থানায় জমা দিতে হবে। এছাড়া, কোনো নিষিদ্ধ সংগঠনের সদস্যকে বাড়ি ভাড়া দিলে বাড়ির মালিককেও আইনগত জবাবদিহির মুখে পড়তে হবে।

এ বিষয়ে ওসি মুহাম্মদ শরীফ আরও জানান, মাইকিংয়ের সময় ‘আওয়ামী লীগ’ নামটি আসায় কিছু ভুল বোঝাবুঝি তৈরি হয়, যা পরে সংশোধন করা হয়েছে। তিনি নিশ্চিত করেছেন যে, এই নির্দেশনা শুধু সরকারঘোষিত নিষিদ্ধ সংগঠনগুলোর সদস্যদের জন্য ছিল, কোনো রাজনৈতিক দলের সদস্যদের জন্য নয়।