3:48 pm, Wednesday, 17 September 2025

মোদিকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ট্রাম্প

মোদিকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ট্রাম্প। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিনের প্রাক্কালে তাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে এই ফোনালাপ হয়।

মোদি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ট্রাম্পকে ধন্যবাদ জানান।

এক্স (সাবেক টুইটার)-এ মোদি লেখেন, “৭৫তম জন্মদিনের শুভেচ্ছার জন্য অসংখ্য ধন্যবাদ, বন্ধু। আপনার মতো আমিও ভারত-আমেরিকার বন্ধুত্ব ও বৈশ্বিক অংশীদারিত্বকে আরও উচ্চতায় নিয়ে যেতে চাই।”

তিনি আরও লেখেন, “রাশিয়া-ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে আপনার উদ্যোগকে আমরা সমর্থন করি।”

ট্রাম্প-মোদি ফোনালাপের পেছনে কী বার্তা?

১৭ জুনের পর এই প্রথমবার মোদি ও ট্রাম্পের মধ্যে সরাসরি ফোনালাপ হলো। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত কয়েক সপ্তাহে ট্রাম্প চারবার মোদিকে ফোন করার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনোবারই মোদি ফোন ধরেননি।

বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে চলমান বাণিজ্যিক টানাপড়েনের প্রেক্ষাপটে মোদির জন্মদিন উপলক্ষে ট্রাম্পের এই ফোন কিছুটা ইতিবাচক বার্তা দিচ্ছে।

বিশ্ব রাজনীতিতে প্রভাবশালী দুই নেতার এমন সৌহার্দ্যপূর্ণ বার্তা আগামী দিনে ভারত-মার্কিন সম্পর্কের নতুন দিক উন্মোচন করতে পারে বলেও মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

মোদির জন্মদিনে শুধু ট্রাম্পই নন, বিশ্বের নানা প্রান্ত থেকে নেতারা শুভেচ্ছা জানিয়েছেন। তবে ট্রাম্পের ফোনালাপটি বিশেষভাবে আলোচিত হচ্ছে, কারণ এটি শুধু শুভেচ্ছার মধ্যে সীমাবদ্ধ নয়—বরং দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং আন্তর্জাতিক সংকট নিয়েও বার্তা দিয়েছে।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

‘জামায়াত যেভাবে শত্রুদের অ্যাটাক করে, অন্য কোনো পার্টি করে না’

মোদিকে ফোন করে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ট্রাম্প

Update Time : 11:18:45 am, Wednesday, 17 September 2025

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৫তম জন্মদিনের প্রাক্কালে তাকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে এই ফোনালাপ হয়।

মোদি নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ট্রাম্পকে ধন্যবাদ জানান।

এক্স (সাবেক টুইটার)-এ মোদি লেখেন, “৭৫তম জন্মদিনের শুভেচ্ছার জন্য অসংখ্য ধন্যবাদ, বন্ধু। আপনার মতো আমিও ভারত-আমেরিকার বন্ধুত্ব ও বৈশ্বিক অংশীদারিত্বকে আরও উচ্চতায় নিয়ে যেতে চাই।”

তিনি আরও লেখেন, “রাশিয়া-ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে আপনার উদ্যোগকে আমরা সমর্থন করি।”

ট্রাম্প-মোদি ফোনালাপের পেছনে কী বার্তা?

১৭ জুনের পর এই প্রথমবার মোদি ও ট্রাম্পের মধ্যে সরাসরি ফোনালাপ হলো। বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গত কয়েক সপ্তাহে ট্রাম্প চারবার মোদিকে ফোন করার চেষ্টা করেছিলেন, কিন্তু কোনোবারই মোদি ফোন ধরেননি।

বিশ্লেষকরা মনে করছেন, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে চলমান বাণিজ্যিক টানাপড়েনের প্রেক্ষাপটে মোদির জন্মদিন উপলক্ষে ট্রাম্পের এই ফোন কিছুটা ইতিবাচক বার্তা দিচ্ছে।

বিশ্ব রাজনীতিতে প্রভাবশালী দুই নেতার এমন সৌহার্দ্যপূর্ণ বার্তা আগামী দিনে ভারত-মার্কিন সম্পর্কের নতুন দিক উন্মোচন করতে পারে বলেও মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।

মোদির জন্মদিনে শুধু ট্রাম্পই নন, বিশ্বের নানা প্রান্ত থেকে নেতারা শুভেচ্ছা জানিয়েছেন। তবে ট্রাম্পের ফোনালাপটি বিশেষভাবে আলোচিত হচ্ছে, কারণ এটি শুধু শুভেচ্ছার মধ্যে সীমাবদ্ধ নয়—বরং দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং আন্তর্জাতিক সংকট নিয়েও বার্তা দিয়েছে।