3:56 pm, Wednesday, 17 September 2025

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী দেশ

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী দেশ। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

গাজায় ইসরায়েলি হামলার নির্মমতা, ধ্বংসস্তূপ আর অসংখ্য নিরীহ প্রাণহানির চিত্র দেখে এবার মুখ খুলেছে বিশ্বের অন্যতম ধনী দেশ লুক্সেমবার্গ। দেশটি জানিয়েছে, চলতি মাসেই তারা ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুসালেম পোস্ট জানায়, লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন এবং পররাষ্ট্রমন্ত্রী জেভিয়ার বেত্তেল দেশটির সংসদীয় কমিশনের সঙ্গে এক আলোচনায় এই সিদ্ধান্তের কথা জানান।

জানা গেছে, চলতি মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেবে লুক্সেমবার্গ।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত শুধু প্রতীকী নয়, বরং আন্তর্জাতিক কূটনীতিতে ফিলিস্তিনের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

উল্লেখ্য, এ পর্যন্ত বিশ্বের প্রায় ৭৫ শতাংশ দেশ—মোট ১৪৭টি রাষ্ট্র—ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এবার ধনী ও প্রভাবশালী পশ্চিমা দেশগুলোর মধ্যে থেকেও লুক্সেমবার্গ সেই তালিকায় যুক্ত হলো।

ধারণা করা হচ্ছে, একই সময়ে যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়ামসহ আরও কয়েকটি পশ্চিমা দেশও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। অস্ট্রেলিয়া ও কানাডাও শর্তসাপেক্ষে এই উদ্যোগে সামিল হতে পারে বলে আভাস মিলেছে।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

‘জামায়াত যেভাবে শত্রুদের অ্যাটাক করে, অন্য কোনো পার্টি করে না’

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে বিশ্বের সবচেয়ে ধনী দেশ

Update Time : 11:03:43 am, Wednesday, 17 September 2025

গাজায় ইসরায়েলি হামলার নির্মমতা, ধ্বংসস্তূপ আর অসংখ্য নিরীহ প্রাণহানির চিত্র দেখে এবার মুখ খুলেছে বিশ্বের অন্যতম ধনী দেশ লুক্সেমবার্গ। দেশটি জানিয়েছে, চলতি মাসেই তারা ফিলিস্তিনকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে।

ইসরায়েলি সংবাদমাধ্যম দ্য জেরুসালেম পোস্ট জানায়, লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন এবং পররাষ্ট্রমন্ত্রী জেভিয়ার বেত্তেল দেশটির সংসদীয় কমিশনের সঙ্গে এক আলোচনায় এই সিদ্ধান্তের কথা জানান।

জানা গেছে, চলতি মাসের শেষের দিকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে আনুষ্ঠানিকভাবে এই স্বীকৃতি দেবে লুক্সেমবার্গ।

বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত শুধু প্রতীকী নয়, বরং আন্তর্জাতিক কূটনীতিতে ফিলিস্তিনের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

উল্লেখ্য, এ পর্যন্ত বিশ্বের প্রায় ৭৫ শতাংশ দেশ—মোট ১৪৭টি রাষ্ট্র—ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। এবার ধনী ও প্রভাবশালী পশ্চিমা দেশগুলোর মধ্যে থেকেও লুক্সেমবার্গ সেই তালিকায় যুক্ত হলো।

ধারণা করা হচ্ছে, একই সময়ে যুক্তরাজ্য, ফ্রান্স, বেলজিয়ামসহ আরও কয়েকটি পশ্চিমা দেশও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। অস্ট্রেলিয়া ও কানাডাও শর্তসাপেক্ষে এই উদ্যোগে সামিল হতে পারে বলে আভাস মিলেছে।