চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় একটি সিলিন্ডার গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আশপাশে থাকা অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার বৈলতলী ইউনিয়নের চরপাড়া এলাকায় এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখনো পর্যন্ত আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
স্থানীয়দের বরাতে জানা যায়, হঠাৎ করে গুদাম থেকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। আগুনের তাপ ও বিস্ফোরণের ধাক্কায় গুদামের আশপাশে অবস্থানরত ১০ জন পুড়ে গুরুতর দগ্ধ হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসলেও বিস্ফোরণের কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ।