3:33 pm, Wednesday, 17 September 2025

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে টিকে রইল বাংলাদেশ

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে টিকে রইল বাংলাদেশ। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এক রোমাঞ্চকর লড়াইয়ে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে এশিয়া কাপে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। ব্যাটে-বলে উজ্জ্বল এক পারফরম্যান্সে নতুন চেহারার টাইগাররা নিজেদের গ্রুপ পর্বে টিকে থাকার সম্ভাবনা জিইয়ে রাখল।

টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫৪ রান। ইনিংসের শুরুটা চমৎকার করেন ওপেনার তানজিদ হাসান তামিম। তিনি মাত্র ৩১ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন, যার মধ্যে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা। ওপেনিংয়ে সাইফ হাসান করেন ৩০ রান। এরপর তৌহিদ হৃদয় ২৬ ও নুরুল হাসান সোহান ৬ বলে ১২ রান করে দলের স্কোর শক্ত অবস্থানে নিয়ে যান। আফগানিস্তানের হয়ে নুর আহমেদ ও রশিদ খান দুটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশি স্পিনারদের ঘূর্ণিতে ধসে পড়ে আফগানিস্তান। নাসুম আহমেদের প্রথম আঘাতে সেদিকুল্লাহ আতাল শূন্য রানে ফিরে গেলে চাপ বাড়ে প্রতিপক্ষের উপর। এরপর ইব্রাহিম জাদরান মাত্র ৫ রান করে বিদায় নেন। যদিও গুরবাজ ৩৫ রান করে কিছুটা প্রতিরোধ গড়েন, কিন্তু সেভাবে জুটি গড়তে পারেননি কেউই।

ম্যাচে উত্তেজনা ফেরান আজমাতউল্লাহ ওমরজাই। তিনি ১৬ বলে ৩০ রান করে হঠাৎ করেই ম্যাচের রং পাল্টে দেন। শেষদিকে রশিদ খান ১১ বলে ২০ রানের ক্যামিও খেলেও ম্যাচ টানতে পারেননি। শেষ ওভারে জয়ের জন্য আফগানদের দরকার ছিল ২১ রান। নুর আহমেদ টানা দুই ছক্কা হাঁকিয়ে জয়ের সম্ভাবনা তৈরি করলেও টাসকিন আহমেদের বলে আউট হলে ভেঙে পড়ে তাদের স্বপ্ন।

বাংলাদেশি বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান ছিলেন সবচেয়ে সফল। তিনি ৪ ওভারে মাত্র ২৮ রান দিয়ে তুলে নেন ৩টি মূল্যবান উইকেট। নাসুম আহমেদ তার ৪ ওভারে দেন মাত্র ১১ রান, নেন ২ উইকেট। রিশাদ হোসেন ও টাসকিন আহমেদও সমান ২টি করে উইকেট শিকার করেন।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

‘জামায়াত যেভাবে শত্রুদের অ্যাটাক করে, অন্য কোনো পার্টি করে না’

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে টিকে রইল বাংলাদেশ

Update Time : 10:54:36 am, Wednesday, 17 September 2025

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে এক রোমাঞ্চকর লড়াইয়ে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে এশিয়া কাপে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। ব্যাটে-বলে উজ্জ্বল এক পারফরম্যান্সে নতুন চেহারার টাইগাররা নিজেদের গ্রুপ পর্বে টিকে থাকার সম্ভাবনা জিইয়ে রাখল।

টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১৫৪ রান। ইনিংসের শুরুটা চমৎকার করেন ওপেনার তানজিদ হাসান তামিম। তিনি মাত্র ৩১ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস খেলেন, যার মধ্যে ছিল ৪টি চার ও ৩টি ছক্কা। ওপেনিংয়ে সাইফ হাসান করেন ৩০ রান। এরপর তৌহিদ হৃদয় ২৬ ও নুরুল হাসান সোহান ৬ বলে ১২ রান করে দলের স্কোর শক্ত অবস্থানে নিয়ে যান। আফগানিস্তানের হয়ে নুর আহমেদ ও রশিদ খান দুটি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বাংলাদেশি স্পিনারদের ঘূর্ণিতে ধসে পড়ে আফগানিস্তান। নাসুম আহমেদের প্রথম আঘাতে সেদিকুল্লাহ আতাল শূন্য রানে ফিরে গেলে চাপ বাড়ে প্রতিপক্ষের উপর। এরপর ইব্রাহিম জাদরান মাত্র ৫ রান করে বিদায় নেন। যদিও গুরবাজ ৩৫ রান করে কিছুটা প্রতিরোধ গড়েন, কিন্তু সেভাবে জুটি গড়তে পারেননি কেউই।

ম্যাচে উত্তেজনা ফেরান আজমাতউল্লাহ ওমরজাই। তিনি ১৬ বলে ৩০ রান করে হঠাৎ করেই ম্যাচের রং পাল্টে দেন। শেষদিকে রশিদ খান ১১ বলে ২০ রানের ক্যামিও খেলেও ম্যাচ টানতে পারেননি। শেষ ওভারে জয়ের জন্য আফগানদের দরকার ছিল ২১ রান। নুর আহমেদ টানা দুই ছক্কা হাঁকিয়ে জয়ের সম্ভাবনা তৈরি করলেও টাসকিন আহমেদের বলে আউট হলে ভেঙে পড়ে তাদের স্বপ্ন।

বাংলাদেশি বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান ছিলেন সবচেয়ে সফল। তিনি ৪ ওভারে মাত্র ২৮ রান দিয়ে তুলে নেন ৩টি মূল্যবান উইকেট। নাসুম আহমেদ তার ৪ ওভারে দেন মাত্র ১১ রান, নেন ২ উইকেট। রিশাদ হোসেন ও টাসকিন আহমেদও সমান ২টি করে উইকেট শিকার করেন।