3:41 pm, Wednesday, 17 September 2025

সরকার সময়মতো ও বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে অঙ্গীকারাবদ্ধ: প্রধান উপদেষ্টা

সরকার সময়মতো ও বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে অঙ্গীকারাবদ্ধ। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, তার সরকার নির্ধারিত সময়েই অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির আগেই, পবিত্র রমজানের পূর্বে নির্বাচন সম্পন্ন হবে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা জানান।

প্রধান উপদেষ্টা জানান, নির্বাচন শেষে তিনি তার পূর্ববর্তী পেশাগত জীবনে ফিরে যাবেন। আলোচনায় ড. ইউনূস তার সরকারের গৃহীত নানা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেমন ব্যাংক খাত সংস্কার এবং রাজস্ব আহরণে নেওয়া নানা উদ্যোগ তুলে ধরেন। এ সময় আইএমএফ প্রধান তার নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন।

অর্থনৈতিক সংকটের প্রসঙ্গ টেনে আইএমএফ প্রধান বলেন, “অত্যন্ত সংকটময় সময়ে আপনি দেশের নেতৃত্ব নিয়েছেন এবং খুব কম সময়ের মধ্যেই দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছেন। আপনার পদক্ষেপ আমাকে মুগ্ধ করেছে।”

বিশেষভাবে বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ফেরানো এবং রিজার্ভ শক্তিশালী করতে বাজারভিত্তিক বিনিময় হার চালু করার মতো সাহসী সিদ্ধান্তের জন্য ড. ইউনূসের প্রশংসা করেন ক্রিস্টালিনা জর্জিয়েভা।

ড. ইউনূস তার বক্তব্যে আইএমএফ-এর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনার সহায়তা আমাদের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সহায়তা করেছে।” তিনি মনে করিয়ে দেন, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তাদের প্রথম সাক্ষাৎ বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে নতুন দিগন্ত উন্মোচন করেছিল।

এ সময় নেপালের চলমান যুব আন্দোলন, বাংলাদেশের আসিয়ানভুক্তির আকাঙ্ক্ষা ও আঞ্চলিক কানেক্টিভিটির উন্নয়নের লক্ষ্যে বড় অবকাঠামো প্রকল্প নিয়েও আলোচনা হয়। ড. ইউনূস নতুন বন্দর ও টার্মিনাল নির্মাণ উদ্যোগ সম্পর্কে অবহিত করেন আইএমএফ প্রধানকে।

আলোচনাকালে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এবং অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

‘জামায়াত যেভাবে শত্রুদের অ্যাটাক করে, অন্য কোনো পার্টি করে না’

সরকার সময়মতো ও বিশ্বাসযোগ্য নির্বাচন দিতে অঙ্গীকারাবদ্ধ: প্রধান উপদেষ্টা

Update Time : 10:47:01 am, Wednesday, 17 September 2025

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, তার সরকার নির্ধারিত সময়েই অবাধ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির আগেই, পবিত্র রমজানের পূর্বে নির্বাচন সম্পন্ন হবে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে ভিডিও কনফারেন্সে তিনি এ কথা জানান।

প্রধান উপদেষ্টা জানান, নির্বাচন শেষে তিনি তার পূর্ববর্তী পেশাগত জীবনে ফিরে যাবেন। আলোচনায় ড. ইউনূস তার সরকারের গৃহীত নানা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেমন ব্যাংক খাত সংস্কার এবং রাজস্ব আহরণে নেওয়া নানা উদ্যোগ তুলে ধরেন। এ সময় আইএমএফ প্রধান তার নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন।

অর্থনৈতিক সংকটের প্রসঙ্গ টেনে আইএমএফ প্রধান বলেন, “অত্যন্ত সংকটময় সময়ে আপনি দেশের নেতৃত্ব নিয়েছেন এবং খুব কম সময়ের মধ্যেই দৃশ্যমান অগ্রগতি অর্জন করেছেন। আপনার পদক্ষেপ আমাকে মুগ্ধ করেছে।”

বিশেষভাবে বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা ফেরানো এবং রিজার্ভ শক্তিশালী করতে বাজারভিত্তিক বিনিময় হার চালু করার মতো সাহসী সিদ্ধান্তের জন্য ড. ইউনূসের প্রশংসা করেন ক্রিস্টালিনা জর্জিয়েভা।

ড. ইউনূস তার বক্তব্যে আইএমএফ-এর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনার সহায়তা আমাদের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে সহায়তা করেছে।” তিনি মনে করিয়ে দেন, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তাদের প্রথম সাক্ষাৎ বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে নতুন দিগন্ত উন্মোচন করেছিল।

এ সময় নেপালের চলমান যুব আন্দোলন, বাংলাদেশের আসিয়ানভুক্তির আকাঙ্ক্ষা ও আঞ্চলিক কানেক্টিভিটির উন্নয়নের লক্ষ্যে বড় অবকাঠামো প্রকল্প নিয়েও আলোচনা হয়। ড. ইউনূস নতুন বন্দর ও টার্মিনাল নির্মাণ উদ্যোগ সম্পর্কে অবহিত করেন আইএমএফ প্রধানকে।

আলোচনাকালে অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ এবং অর্থ সচিব খায়রুজ্জামান মজুমদার উপস্থিত ছিলেন।