স্ত্রীর নির্বাচনী প্রচারণায় সরাসরি অংশ নেওয়ার দায়ে অতিরিক্ত ডিআইজি হামিদুল আলম মিলনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে গত বুধবার (১০ সেপ্টেম্বর) জারি হওয়া প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই শাস্তি দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৩ সালের সেপ্টেম্বরে অসুস্থতার অজুহাতে এক মাসের ছুটির সময় তিনি বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে স্ত্রীর নির্বাচনী প্রচারণায় মাঠে নেমে পড়েন। পাশাপাশি, হোয়াটসঅ্যাপ ও অন্যান্য মাধ্যমে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে নির্বাচনী কৌশল সাজানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
পুলিশ সদর দপ্তরের ডিসিপ্লিন উইংয়ের তদন্তে প্রমাণিত হয়, তিনি সরকারি চাকরির বিধি ভঙ্গ করেছেন। শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮-এর বিধি ৩(খ) এবং সরকারি কর্মচারী আইন, ২০১৮-এর ৪৫(১) ধারার আওতায় ‘অসদাচরণ’ হিসেবে তার কর্মকাণ্ড গন্য হয়েছে।
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার সন্তান হামিদুল আলম মিলন দীর্ঘ চার দশকের পুলিশ ক্যারিয়ারে নানা দায়িত্ব পালন করেছেন। তবে রাজনৈতিক সংশ্লিষ্টতা ও বিতর্ক তার ক্যারিয়ারের সঙ্গেই ছিল। স্ত্রীকে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখে এবং প্রমাণিত রাজনৈতিক সম্পৃক্ততার কারণে তাকে এই শাস্তি দেয়া হলো।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, তার কর্মকাণ্ড শৃঙ্খলাভঙ্গ এবং নৈতিকতার বিরুদ্ধে, তাই বাধ্যতামূলক অবসরে পাঠানো ছাড়া বিকল্প ছিল না। একই সঙ্গে এ ধরনের শাস্তি প্রশাসনের জন্যও একটি সতর্কবার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।