শরীয়তপুরে পদ্মা সেতু দক্ষিণ থানার ওসি পারভেজ আহমেদ সেলিম রাজনৈতিক বিতর্কে জড়িয়ে শেষ পর্যন্ত ক্লোজড হয়েছেন। স্থানীয় যুবলীগ নেতা মোক্তার বেপারীকে থানায় দাওয়াত দিয়ে খাওয়ানোর পরই তাকে গ্রেপ্তার দেখানো হয়, যা ঘিরে রাজনৈতিক অঙ্গনে এবং সচেতন মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে থানা চত্বরে একটি মাসিক ভোজসভার আয়োজন করেন ওসি পারভেজ। অনুষ্ঠানে থানার কর্মকর্তাদের পাশাপাশি নিমন্ত্রণ পান নাওডোবা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোক্তার বেপারীও। ভোজসভায় তার উপস্থিতি প্রকাশ্যে আসার পরই সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয় রাজনীতিতে সমালোচনার ঝড় ওঠে।
এই পরিস্থিতির মধ্যেই শনিবার (১৩ সেপ্টেম্বর) ভোরে মোক্তার বেপারীকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। অনেকের মতে, সমালোচনার চাপ থেকে বাঁচতেই ওসি এই নাটক সাজান। যদিও ওসি পারভেজ দাবি করেন, মোক্তার বাজার কমিটির সভাপতি হিসেবে অনুষ্ঠানে ছিলেন এবং পরে আইনগত কারণে তাকে গ্রেপ্তার করা হয়।
তবে এই ব্যাখ্যায় ক্ষোভ প্রশমিত হয়নি। ঘটনার জেরে ওসি পারভেজ আহমেদ সেলিমকে শনিবার সকালে ক্লোজড করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করেন শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম। তিনি বলেন, “ঘটনার তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”