রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাটকা উপদ্বীপে ৭.৪ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) এই কম্পনের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS)।
ভূমিকম্পটি ছিল বেশ শক্তিশালী হলেও এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন সুনামির ঝুঁকি নির্ধারণে কাজ শুরু করেছে।
এর আগে চলতি বছরের জুলাই মাসে একই এলাকায় ৮.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে, যার পরপরই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জারি করা হয় সুনামি সতর্কতা।
কামচাটকা অঞ্চলটি “রিং অব ফায়ার” নামে পরিচিত, যা ভূমিকম্প ও আগ্নেয়গিরির জন্য বিশ্বজুড়ে কুখ্যাত। ভূকম্পনের পর আফটারশকের আশঙ্কা থাকায় স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।