10:54 pm, Friday, 12 September 2025

নির্বাচনের তারিখ ঘোষণা হলে দেশে ফিরবেন তারেক রহমান: মিন্টু

নির্বাচনের তারিখ ঘোষণা হলে দেশে ফিরবেন তারেক রহমান: মিন্টু। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে ফেনী শিল্পকলা একাডেমিতে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, “বর্তমানে দেশে কেউ নিরাপদ নয়। এখনও মব ভায়োলেন্স চলছে, গণপিটুনি দিয়ে মানুষ হত্যা বন্ধ হয়নি। তবে নির্বাচনের তারিখ ঘোষণা হলে তারেক রহমান দেশে ফিরে আসবেন।”

তিনি আরও বলেন, “যখন সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে, তখন নির্বাচনসহ সবকিছু নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়। তবে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনও সম্পর্ক নেই।”

বিএনপির এই নেতা জানান, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে যেই জিতবে, সে-ই সরকার গঠন করবে।

এর আগে ‘আলোকিত ফেনী বৃত্তিপ্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল আউয়াল মিন্টু। সেখানে তিনি প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল ও মাদরাসার ৫ শতাধিক শিক্ষার্থীর মধ্যে সনদ ও ক্রেস্ট বিতরণ করেন।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

পোল্যান্ডে রাফাল যুদ্ধবিমান মোতায়েন করছে ফ্রান্স

নির্বাচনের তারিখ ঘোষণা হলে দেশে ফিরবেন তারেক রহমান: মিন্টু

Update Time : 09:43:11 pm, Friday, 12 September 2025

জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে ফেনী শিল্পকলা একাডেমিতে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

আবদুল আউয়াল মিন্টু বলেন, “বর্তমানে দেশে কেউ নিরাপদ নয়। এখনও মব ভায়োলেন্স চলছে, গণপিটুনি দিয়ে মানুষ হত্যা বন্ধ হয়নি। তবে নির্বাচনের তারিখ ঘোষণা হলে তারেক রহমান দেশে ফিরে আসবেন।”

তিনি আরও বলেন, “যখন সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন ওঠে, তখন নির্বাচনসহ সবকিছু নিয়েই অনিশ্চয়তা তৈরি হয়। তবে বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলের সঙ্গে জাতীয় নির্বাচনের কোনও সম্পর্ক নেই।”

বিএনপির এই নেতা জানান, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে যেই জিতবে, সে-ই সরকার গঠন করবে।

এর আগে ‘আলোকিত ফেনী বৃত্তিপ্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল আউয়াল মিন্টু। সেখানে তিনি প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত স্কুল ও মাদরাসার ৫ শতাধিক শিক্ষার্থীর মধ্যে সনদ ও ক্রেস্ট বিতরণ করেন।