নেপালের চলমান রাজনৈতিক সহিংসতায় সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষী চিত্রকরের মৃত্যু হয়নি, তবে তিনি গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দেশটির একাধিক গণমাধ্যম সংশোধিত এই তথ্য জানিয়েছে।
এর আগে মঙ্গলবার স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানানো হয়েছিল, কাঠমান্ডুতে খানালের বাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। সেই ঘটনায় রাজ্যলক্ষী চিত্রকর নিহত হয়েছেন বলে খবর ছড়ায়। তবে পরবর্তীতে জানা যায়, তিনি জীবিত, তবে তার শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে এবং তার অবস্থা আশঙ্কাজনক।
দুই দিন আগে বিক্ষোভকারীরা সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের বাড়িতে আগুন দেয়। সে সময় ভেতরে অবস্থান করছিলেন তার স্ত্রী রাজ্যলক্ষী। আগুন লাগার পর তিনি ঘর থেকে বের হতে না পারায় গুরুতরভাবে অগ্নিদগ্ধ হন। তবে এখন পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী খানাল নিরাপদে রয়েছেন বলে জানা গেছে।
প্রথম দফায় তার মৃত্যুর খবর প্রচার করে দেশটির গণমাধ্যম, যা আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোও তুলে ধরে। তবে বৃহস্পতিবার এ সংক্রান্ত তথ্য সংশোধন করে জানানো হয়, তিনি এখনো জীবিত এবং হাসপাতালে চিকিৎসাধীন।