বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, আওয়ামী লীগের জন্ম ভারতের গোয়েন্দা সংস্থার ল্যাবরেটরিতে হয়েছে। তিনি বলেন, “আওয়ামী লীগ নিজেই প্রমাণ করেছে তারা ভারতপন্থি দল।”
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বগুড়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “হাসিনা আমাদের পাকিস্তানপন্থি দল বলে থাকেন। কিন্তু আমরা আসলে বাংলাদেশপন্থি দল। ১৬ বছর ধরে গুম, খুন, মামলা, হামলার শিকার হয়েছি, কিন্তু দেশ ছাড়িনি। আর আওয়ামী লীগ নিজেরাই পালিয়ে গিয়ে প্রমাণ করেছে তারা কার পক্ষে।”
ছাত্র রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, “ডাকসু নির্বাচনে ছাত্রলীগের নেতারা এখন ভিন্ন পরিচয়ে ছাত্রশিবিরের প্রার্থী সেজেছে। জিএস ও ভিপি পদপ্রার্থীদের অতীতে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার তথ্য নিজেই ফাহমিদা প্রকাশ করেছে। এরপর থেকেই সে সাইবার বুলিং ও হুমকির শিকার হচ্ছে।”
তারেক রহমানের নেতৃত্বে ছাত্র-জনতার আন্দোলনের কথাও তুলে ধরেন রিজভী। তিনি বলেন, “জুলাইয়ে দেশের ছাত্র-জনতার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তারেক রহমান। দূর থেকেই তিনি জাতিকে প্রযুক্তির মাধ্যমে ঐক্যবদ্ধ করেছেন। যার ফলেই স্বৈরাচারী হাসিনার পতন ঘটেছে।”
সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান, হেলালুজ্জামান তালুকদার লালু এবং অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চার দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে করতোয়া নদীতে পোনা মাছ অবমুক্ত করেন রুহুল কবির রিজভী।