9:30 pm, Tuesday, 2 September 2025

‘জাতীয় পার্টিকে রক্ষা করা বিএনপির কাজ নয়’

‘জাতীয় পার্টিকে রক্ষা করা বিএনপির কাজ নয়’। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জাতীয় পার্টিকে রক্ষা করা বিএনপির দায়িত্ব নয় বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, “শেখ হাসিনার ফ্যাসিবাদ কায়েমে জাতীয় পার্টি সবরকম সহযোগিতা করেছে। যারা ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক, তাদের রক্ষা করার দায়িত্ব বিএনপির নয়। বিগত সময়ে জাতীয় পার্টির ভূমিকা দেখে বোঝা যায়, তারা বাংলাদেশের রাজনৈতিক দল নাকি ভারতের—এটাই প্রশ্ন।”

তিনি আরও বলেন, “জাতীয় পার্টি এমন একটি দল, যারা বিএনপি নেতা ইলিয়াস আলীসহ বহু নেতাকর্মীর গুম ও নির্যাতনে ভূমিকা রেখেছে। এসব ফ্যাসিবাদী শক্তির বিচার করতে হবে।”

সম্প্রতি জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় পার্টিকে আওয়ামী লীগের সহযোগী আখ্যা দিয়ে দলটির কার্যক্রম নিষিদ্ধের দাবি জানায়। তবে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী এই দাবিকে অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেন।

আওয়ামী লীগ ও তাদের মিত্ররা লুটপাটের অর্থে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন রিজভী। তিনি জনগণকে এসব অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

‘জাতীয় পার্টিকে রক্ষা করা বিএনপির কাজ নয়’

Update Time : 04:35:58 pm, Tuesday, 2 September 2025

জাতীয় পার্টিকে রক্ষা করা বিএনপির দায়িত্ব নয় বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

রিজভী বলেন, “শেখ হাসিনার ফ্যাসিবাদ কায়েমে জাতীয় পার্টি সবরকম সহযোগিতা করেছে। যারা ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক, তাদের রক্ষা করার দায়িত্ব বিএনপির নয়। বিগত সময়ে জাতীয় পার্টির ভূমিকা দেখে বোঝা যায়, তারা বাংলাদেশের রাজনৈতিক দল নাকি ভারতের—এটাই প্রশ্ন।”

তিনি আরও বলেন, “জাতীয় পার্টি এমন একটি দল, যারা বিএনপি নেতা ইলিয়াস আলীসহ বহু নেতাকর্মীর গুম ও নির্যাতনে ভূমিকা রেখেছে। এসব ফ্যাসিবাদী শক্তির বিচার করতে হবে।”

সম্প্রতি জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জাতীয় পার্টিকে আওয়ামী লীগের সহযোগী আখ্যা দিয়ে দলটির কার্যক্রম নিষিদ্ধের দাবি জানায়। তবে জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী এই দাবিকে অযৌক্তিক বলে প্রত্যাখ্যান করেন।

আওয়ামী লীগ ও তাদের মিত্ররা লুটপাটের অর্থে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন রিজভী। তিনি জনগণকে এসব অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।