12:05 am, Monday, 1 September 2025

পাবনায় বিএনপি-ছাত্রদলের অফিসে গুলিবর্ষণ-অগ্নিসংযোগ

পাবনায় বিএনপি-ছাত্রদলের অফিসে গুলিবর্ষণ-অগ্নিসংযোগ। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তার ও মাদককারবারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় পার্টি অফিসে গুলিবর্ষণ, ভাঙচুর, মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং একটি বাড়িতে লুটপাটের ঘটনা ঘটেছে।

শনিবার (৩০ আগস্ট) রাতে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর এলাকায় এই সহিংসতা ঘটে। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং থমথমে পরিস্থিতির কারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, দু’দিন আগে এক মাদককারবারিকে জিয়া সাইবার ফোর্স ঈশ্বরদীর যুগ্ম আহ্বায়ক রাব্বি মালিথা ও তার সহযোগীরা আটক করলেও বিএনপির অপর গ্রুপ পুলিশে দিতে বাধা দিয়ে তাকে ছাড়িয়ে নেয়। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।

ঘটনার রাতে বিএনপিরই একাংশের নেতা পরিচয়দানকারী মো. নূর নবী, কাটা রতন ও পলাশের নেতৃত্বে দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়। এ সময় অফিস ভাঙচুর ও দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এ ছাড়া পাঁচ রাউন্ড গুলিবর্ষণ করে এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি করা হয়।

পরে তারা রাব্বি মালিথার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। স্থানীয়রা প্রতিরোধ গড়ার চেষ্টা করলে হামলাকারীরা পালিয়ে যায়।

রাব্বি মালিথা বলেন, “মাদককারবারিদের আমি রুখে দাঁড়িয়েছিলাম। তারা দীর্ঘদিন ধরে দলের নাম ব্যবহার করে মাদক ব্যবসা করে আসছে। আজকের হামলা তারই প্রতিশোধ। আমি সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

ঈশ্বরদী থানার ওসি অ.স.ম. আব্দুন নূর বলেন, “মাদক ইস্যুতে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। গুলির ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

Popular Post

খুলনায় রূপসা সেতুর নিচ থেকে সাংবাদিক বুলুর মরদেহ উদ্ধার

পাবনায় বিএনপি-ছাত্রদলের অফিসে গুলিবর্ষণ-অগ্নিসংযোগ

Update Time : 10:46:14 am, Sunday, 31 August 2025

পাবনার ঈশ্বরদীতে আধিপত্য বিস্তার ও মাদককারবারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় পার্টি অফিসে গুলিবর্ষণ, ভাঙচুর, মোটরসাইকেলে অগ্নিসংযোগ এবং একটি বাড়িতে লুটপাটের ঘটনা ঘটেছে।

শনিবার (৩০ আগস্ট) রাতে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর এলাকায় এই সহিংসতা ঘটে। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং থমথমে পরিস্থিতির কারণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, দু’দিন আগে এক মাদককারবারিকে জিয়া সাইবার ফোর্স ঈশ্বরদীর যুগ্ম আহ্বায়ক রাব্বি মালিথা ও তার সহযোগীরা আটক করলেও বিএনপির অপর গ্রুপ পুলিশে দিতে বাধা দিয়ে তাকে ছাড়িয়ে নেয়। এরপর থেকেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল।

ঘটনার রাতে বিএনপিরই একাংশের নেতা পরিচয়দানকারী মো. নূর নবী, কাটা রতন ও পলাশের নেতৃত্বে দলীয় কার্যালয়ে হামলা চালানো হয়। এ সময় অফিস ভাঙচুর ও দুটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এ ছাড়া পাঁচ রাউন্ড গুলিবর্ষণ করে এলাকায় তীব্র আতঙ্ক সৃষ্টি করা হয়।

পরে তারা রাব্বি মালিথার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। স্থানীয়রা প্রতিরোধ গড়ার চেষ্টা করলে হামলাকারীরা পালিয়ে যায়।

রাব্বি মালিথা বলেন, “মাদককারবারিদের আমি রুখে দাঁড়িয়েছিলাম। তারা দীর্ঘদিন ধরে দলের নাম ব্যবহার করে মাদক ব্যবসা করে আসছে। আজকের হামলা তারই প্রতিশোধ। আমি সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”

ঈশ্বরদী থানার ওসি অ.স.ম. আব্দুন নূর বলেন, “মাদক ইস্যুতে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব দীর্ঘদিনের। গুলির ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”