রাজনৈতিক বিশ্লেষক ও লেখক পিনাকী ভট্টাচার্য আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা) এবং ১৪ দলভুক্ত সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার আহ্বান জানিয়েছেন। রাজধানীর কাকরাইলে জাপা ও গণঅধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ এবং পরবর্তীতে পুলিশের হামলার প্রেক্ষিতে তিনি এ আহ্বান জানান।
গত ২৯ জুলাই শুক্রবার সন্ধ্যায় কাকরাইলে জাপার প্রধান কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় উভয় দলের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন আহত হন।
ঘটনার পর মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন পিনাকী। সেখানে তিনি লেখেন, “ভারতের রাজনৈতিক স্বার্থ রক্ষাকারী শক্তিগুলো— আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দলভুক্ত ফ্যাসিস্ট দলগুলোকে নিষিদ্ধ করার উদ্যোগ নিতে হবে।”
তিনি আরও বলেন, “গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী দলগুলোর শনিবার সকালেই বৈঠকে বসা উচিত। বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি এবং অন্যান্য সরকারবিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ হয়ে জাতীয় পার্টি ও ১৪ দলকে নিষিদ্ধ করার কর্মসূচি ঘোষণা করতে হবে।”
এদিকে রাত পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের ব্রিফ করেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি চিকিৎসকদের উদ্ধৃতি দিয়ে জানান, নুরুল হকের মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে।
রাশেদ আরও বলেন, “এই হামলার পেছনে কারা ছিল, কে নির্দেশ দিয়েছে— তা ২৪ ঘণ্টার মধ্যে প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সেনাপ্রধানকে স্পষ্ট করে জানাতে হবে। এই ধরনের হামলার নজির আওয়ামী লীগ সরকারের সময়েও খুব একটা দেখা যায়নি।”