9:45 pm, Saturday, 30 August 2025

আইসিইউতে নুরুল হক নুর, অবস্থা আশঙ্কাজনক

আইসিইউতে নুরুল হক নুর, অবস্থা আশঙ্কাজনক। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজধানীর বিজয়নগরে সংঘর্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

২৯ আগস্ট শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টার (ওসিসি) থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আইসিইউর ৯ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন।

ঢামেকের এক চিকিৎসক জানিয়েছেন, নুরুল হকের নাক ও চোখে গুরুতর আঘাত রয়েছে। তার অবস্থা স্থিতিশীল নয়, তাই ৪৮ ঘণ্টা না গেলে কিছু নিশ্চিত করে বলা সম্ভব নয়।

এর আগে রাত ১১টার দিকে আহত নুরকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। রাত সোয়া ১১টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও পরে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল হাসপাতালে তাকে দেখতে যান। তবে আসিফ নজরুলের উপস্থিতিকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গণঅধিকার পরিষদের কর্মীরা তাকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে ঘেরাও করেন।

ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ থেকে। রাত ৯টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়ে।

আইনশৃঙ্খলা বাহিনী আল রাজী টাওয়ারের সামনে অবস্থান নেওয়া গণঅধিকার পরিষদের নেতাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় নুরুল হক নুর সংবাদ সম্মেলনের প্রস্তুতির মধ্যে ছিলেন। হঠাৎ লাঠিচার্জে তিনি মারাত্মকভাবে আহত হন।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু পুলিশ হঠাৎ আমাদের ওপর আক্রমণ চালায়। এতে নুরুল হক নুর গুরুতর আহত হন।”

এই ঘটনায় সাংবাদিকসহ আরও অনেকেই আহত হয়েছেন বলে জানা গেছে।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

আইসিইউতে নুরুল হক নুর, অবস্থা আশঙ্কাজনক

Update Time : 09:21:07 am, Saturday, 30 August 2025

রাজধানীর বিজয়নগরে সংঘর্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় গুরুতর আহত গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

২৯ আগস্ট শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে ওয়ানস্টপ ইমারজেন্সি সেন্টার (ওসিসি) থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি আইসিইউর ৯ নম্বর বেডে চিকিৎসাধীন রয়েছেন।

ঢামেকের এক চিকিৎসক জানিয়েছেন, নুরুল হকের নাক ও চোখে গুরুতর আঘাত রয়েছে। তার অবস্থা স্থিতিশীল নয়, তাই ৪৮ ঘণ্টা না গেলে কিছু নিশ্চিত করে বলা সম্ভব নয়।

এর আগে রাত ১১টার দিকে আহত নুরকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। রাত সোয়া ১১টার দিকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও পরে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল হাসপাতালে তাকে দেখতে যান। তবে আসিফ নজরুলের উপস্থিতিকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। গণঅধিকার পরিষদের কর্মীরা তাকে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে ঘেরাও করেন।

ঘটনার সূত্রপাত শুক্রবার সন্ধ্যায় বিজয়নগরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ থেকে। রাত ৯টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়ে।

আইনশৃঙ্খলা বাহিনী আল রাজী টাওয়ারের সামনে অবস্থান নেওয়া গণঅধিকার পরিষদের নেতাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় নুরুল হক নুর সংবাদ সম্মেলনের প্রস্তুতির মধ্যে ছিলেন। হঠাৎ লাঠিচার্জে তিনি মারাত্মকভাবে আহত হন।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু পুলিশ হঠাৎ আমাদের ওপর আক্রমণ চালায়। এতে নুরুল হক নুর গুরুতর আহত হন।”

এই ঘটনায় সাংবাদিকসহ আরও অনেকেই আহত হয়েছেন বলে জানা গেছে।