7:45 pm, Friday, 29 August 2025

বায়ুদূষণে বাংলাদেশিদের গড় আয়ু কমছে সাড়ে ৫ বছর

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

বায়ুদূষণ এখন বাংলাদেশের মানুষের জীবনের জন্য সবচেয়ে বড় হুমকি। এর প্রভাবে দেশের মানুষের গড় আয়ু থেকে হারিয়ে যাচ্ছে প্রায় ৫ বছর ৬ মাস

বৃহস্পতিবার (২৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট (EPIC) প্রকাশিত এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স (AQLI) ২০২৫ বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন কী বলছে

  • বাংলাদেশের বায়ুদূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও জাতীয় মানদণ্ডের চেয়ে বহু গুণ বেশি।
  • দেশের সব মানুষই এমন এলাকায় বাস করছে যেখানে বাতাস মারাত্মকভাবে দূষিত।
  • সবচেয়ে কম দূষিত জেলা লালমনিরহাটেও ডব্লিউএইচও মানদণ্ডের চেয়ে ৭ গুণ বেশি দূষণ রয়েছে।
  • ১৯৯৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত সূক্ষ্ম ধূলিকণা (PM 2.5) এর ঘনত্ব বেড়েছে ৬৬%।
  • এ কারণে গড় আয়ু থেকে আরও ২.৪ বছর কমেছে।

তুলনামূলক প্রভাব

  • বায়ুদূষণ: গড় আয়ু কমায় ৫.৫ বছর
  • ধূমপান: গড় আয়ু কমায় মাত্র ২ বছর
  • অপুষ্টি/অস্বাস্থ্যকর পানি: গড় আয়ু কমায় ১.৪ বছর

সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল

  • ঢাকা: মানদণ্ডে পৌঁছালে গড় আয়ু বাড়তে পারে ৬.৯ বছর
  • গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল: আয়ু বাড়বে ৬ বছরেরও বেশি

প্রধান দূষণের উৎস

  • ঢাকার আশপাশের ইটভাটা
  • পুরোনো বাস–ট্রাকের ধোঁয়া
  • শিল্পকারখানার নির্গমন
  • প্রতিবেশী দেশ থেকে আসা মৌসুমি ধোঁয়াশা

নীতির দুর্বলতা

প্রতিবেদন বলছে, ভয়াবহ পরিস্থিতি সত্ত্বেও কার্যকর নীতি ও পদক্ষেপ এখনো সীমিত। পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থার জনবল ও রাজনৈতিক ক্ষমতার ঘাটতি থাকায় আইন থাকলেও তার বাস্তবায়ন দুর্লভ।

AQLI প্রতিবেদনে একে “চলমান জনস্বাস্থ্য বিপর্যয়” হিসেবে উল্লেখ করা হয়েছে।

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

বায়ুদূষণে বাংলাদেশিদের গড় আয়ু কমছে সাড়ে ৫ বছর

Update Time : 09:12:10 am, Friday, 29 August 2025

বায়ুদূষণ এখন বাংলাদেশের মানুষের জীবনের জন্য সবচেয়ে বড় হুমকি। এর প্রভাবে দেশের মানুষের গড় আয়ু থেকে হারিয়ে যাচ্ছে প্রায় ৫ বছর ৬ মাস

বৃহস্পতিবার (২৮ আগস্ট) যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট (EPIC) প্রকাশিত এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স (AQLI) ২০২৫ বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন কী বলছে

  • বাংলাদেশের বায়ুদূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও জাতীয় মানদণ্ডের চেয়ে বহু গুণ বেশি।
  • দেশের সব মানুষই এমন এলাকায় বাস করছে যেখানে বাতাস মারাত্মকভাবে দূষিত।
  • সবচেয়ে কম দূষিত জেলা লালমনিরহাটেও ডব্লিউএইচও মানদণ্ডের চেয়ে ৭ গুণ বেশি দূষণ রয়েছে।
  • ১৯৯৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত সূক্ষ্ম ধূলিকণা (PM 2.5) এর ঘনত্ব বেড়েছে ৬৬%।
  • এ কারণে গড় আয়ু থেকে আরও ২.৪ বছর কমেছে।

তুলনামূলক প্রভাব

  • বায়ুদূষণ: গড় আয়ু কমায় ৫.৫ বছর
  • ধূমপান: গড় আয়ু কমায় মাত্র ২ বছর
  • অপুষ্টি/অস্বাস্থ্যকর পানি: গড় আয়ু কমায় ১.৪ বছর

সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল

  • ঢাকা: মানদণ্ডে পৌঁছালে গড় আয়ু বাড়তে পারে ৬.৯ বছর
  • গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল: আয়ু বাড়বে ৬ বছরেরও বেশি

প্রধান দূষণের উৎস

  • ঢাকার আশপাশের ইটভাটা
  • পুরোনো বাস–ট্রাকের ধোঁয়া
  • শিল্পকারখানার নির্গমন
  • প্রতিবেশী দেশ থেকে আসা মৌসুমি ধোঁয়াশা

নীতির দুর্বলতা

প্রতিবেদন বলছে, ভয়াবহ পরিস্থিতি সত্ত্বেও কার্যকর নীতি ও পদক্ষেপ এখনো সীমিত। পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থার জনবল ও রাজনৈতিক ক্ষমতার ঘাটতি থাকায় আইন থাকলেও তার বাস্তবায়ন দুর্লভ।

AQLI প্রতিবেদনে একে “চলমান জনস্বাস্থ্য বিপর্যয়” হিসেবে উল্লেখ করা হয়েছে।