রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণ থেকে আটক সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক নেতা আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৫ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করার প্রক্রিয়া চলছে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, “আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হচ্ছে। শাহবাগ থানায় পুলিশ বাদী হয়ে মামলার প্রক্রিয়া শুরু করেছে।”
তিনি আরও জানান, আটককৃতদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে মামলা করা হয়নি। তাদের মোবাইল ফোন ও অন্যান্য আলামত ঘেঁটে নাশকতার পরিকল্পনার প্রমাণ পাওয়া গেছে। সেই তথ্যের ভিত্তিতেই আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে ডিআরইউ প্রাঙ্গণে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে লতিফ সিদ্দিকীসহ কয়েকজনকে পুলিশ আটক করে। পরে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয় তাদের।