প্রকৌশল খাতে বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সংকট নিরসনে সরকারের নীরব ভূমিকা এবং ষড়যন্ত্রের অভিযোগে বিক্ষোভ করেছেন ঢাকা ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি (ডুয়েট) শিক্ষার্থীরা।
বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে গাজীপুরের ডুয়েট ক্যাম্পাস থেকে মিছিল শুরু হয়। পরে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়িতে গিয়ে শেষ হয়।
এর আগে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা অভিযোগ করেন, বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মুখোমুখি দাঁড় করানোর পেছনে তৃতীয় পক্ষ সক্রিয় রয়েছে। দ্রুত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
এছাড়া, সম্প্রতি “লং মার্চ টু যমুনা” কর্মসূচিতে বুয়েট শিক্ষার্থীদের ওপর হামলার নিন্দা জানিয়ে ডুয়েট শিক্ষার্থীরা বলেন, উভয় পক্ষের দাবির যৌক্তিকতা বিবেচনা করে সরকারকে স্থায়ী সমাধানে দ্রুত পদক্ষেপ নিতে হবে।