ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি পদপ্রার্থী জালাল আহমেদ, যিনি “জ্বালাময়ী জালাল” নামে পরিচিত, রুমমেটকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে হাজী মুহম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ছাত্র রবিউল হক অভিযোগ করেন, জালাল রাতে এসে উচ্চস্বরে শব্দ করতে থাকলে তিনি বাধা দেন। তখন জালাল তাকে “অবৈধ” ও “বহিরাগত” বলে গালাগাল করেন এবং প্রতিবাদ করায় ছুরি দিয়ে আঘাত করেন। রবিউল জানান, তিনি নিজেকে বাঁচাতে কোনোভাবে পালিয়ে যান।
ঘটনার পর শিক্ষার্থীরা হল রুম ঘিরে ফেললে জালাল রুমে নিজেকে অবরুদ্ধ করে রাখেন। পরে হল প্রশাসন ও প্রক্টরিয়াল টিম এসে তাকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেয়। একই সঙ্গে হল প্রাধ্যক্ষ ড. মো. সিরাজুল ইসলাম তাৎক্ষণিকভাবে জালালকে হল থেকে বহিষ্কারের ঘোষণা দেন।
অন্যদিকে, অভিযুক্ত জালাল ফেসবুকে নিজের শরীরের আঘাতের ছবি দিয়ে দাবি করেন, হলে অবৈধভাবে থাকা শিক্ষার্থীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়ায় তার ওপর হামলা চালিয়েছে রুমমেট রবিউল। তার ভাষ্য অনুযায়ী, রবিউল দীর্ঘদিন ধরে হলে অবৈধভাবে অবস্থান করছেন।
জালাল আহমেদ টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজ বিভাগের শিক্ষার্থী, আর রবিউল হক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের ছাত্র।