মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি চলতি বছরই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠক করতে চান। সোমবার হোয়াইট হাউসে দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট লি জে মিউংকে স্বাগত জানানোর সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ট্রাম্প বলেন, “আমি সুবিধামতো সময়ে কিম জং উনের সঙ্গে দেখা করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি চাই এই বছরই তার সঙ্গে বৈঠক হোক।”
বাণিজ্য ও পারমাণবিক ইস্যুতে আলোচনা
দক্ষিণ কোরিয়ার রপ্তানিতে যুক্তরাষ্ট্রের কঠোর শুল্ক এড়াতে জুলাইয়ে এক বাণিজ্য চুক্তি হলেও, দুই দেশের মধ্যে এখনও পারমাণবিক শক্তি, সামরিক ব্যয় ও দক্ষিণ কোরিয়ার প্রতিশ্রুত ৩৫০ বিলিয়ন ডলারের বিনিয়োগ নিয়ে বিতর্ক চলছে।
ট্রাম্প-লি বৈঠকের পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দুই দেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি ব্যবসায়িক ফোরামে অংশ নেন।
উত্তর কোরিয়ার প্রতিক্রিয়া
ট্রাম্পের মন্তব্যের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া না দিলেও পরে উত্তর কোরিয়ার রাষ্টীয় গণমাধ্যম জানিয়েছে, মার্কিন-দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া প্রমাণ করছে যে ওয়াশিংটনের লক্ষ্য কোরীয় উপদ্বীপ দখল করা এবং প্রতিবেশী দেশগুলোকে হুমকির মুখে ফেলা।
প্রেক্ষাপট
- ট্রাম্প ২০১৭-২০২১ মেয়াদে সরাসরি কূটনীতি চালালেও উত্তর কোরিয়ার সঙ্গে কোনো চুক্তি হয়নি।
- জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর থেকে কিম বারবার তার আহ্বান উপেক্ষা করে আসছেন।
- দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি আশা প্রকাশ করেছেন, ট্রাম্প কোরীয় উপদ্বীপে শান্তি আনতে পারবেন। রসিকতার সুরে তিনি আরও বলেন, উত্তর কোরিয়ায় যদি একটি “ট্রাম্প টাওয়ার” গড়ে ওঠে, তবে তিনি সেখানে গলফ খেলতে চান।
দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট
লি জে মিউং সম্প্রতি অভিশংসিত সাবেক প্রেসিডেন্ট ইউন সুক-ইওলের স্থলাভিষিক্ত হয়েছেন। দায়িত্ব নেয়ার পর থেকে তিনি উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নে আগ্রহ দেখালেও, এখন পর্যন্ত পিয়ংইয়ং তার প্রচেষ্টার জবাব দেয়নি।