জামায়াতে ইসলামী নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেছেন, সংস্কার ছাড়া কোনো নির্বাচন দেশের জন্য গ্রহণযোগ্য হবে না।
সোমবার (২৫ আগস্ট) রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক প্রীতি সমাবেশে তিনি বলেন, নির্বাচনের আগে অবশ্যই প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে। যারা নির্বাচন পূর্বে সংস্কার চান না, তাদের লক্ষ্য অন্য কিছু হতে পারে।
ডা. তাহের আরও বলেন, সংস্কারবিহীন নির্বাচন দেশে ফ্যাসিবাদের দিকে ফিরিয়ে দেবে। পিআর (প্রমিত প্রতিনিধি ব্যবস্থা) বা সংখ্যানুপাতিক পদ্ধতি হলো সবচেয়ে কার্যকর নির্বাচন নীতি। এর মাধ্যমে সন্ত্রাস ও ভোট চুরি রোধ করা সম্ভব।
তিনি দাবি করেন, সঠিক ও স্বচ্ছ নির্বাচনের একমাত্র বিকল্প হলো পিআর ব্যবস্থা।