আপনার দেওয়া নিউজটিকে আমি মনিটাইজেশন উপযোগী, SEO–ফ্রেন্ডলি করে সাজিয়ে দিলাম।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেছেন যে আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধের সমাপ্তি ঘটতে পারে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) ওয়াশিংটনে এক প্রশ্নোত্তর পর্বে ট্রাম্প বলেন, “আমি মনে করি আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে যুদ্ধের একটি নিশ্চিত সমাপ্তি হবে। ক্ষুধা ও মৃত্যুর মতো পরিস্থিতি আর টিকিয়ে রাখা সম্ভব নয়। মানুষ প্রতিদিন মারা যাচ্ছে। যুদ্ধের অবসান ঘটাতেই হবে।”
আলজাজিরার প্রতিবেদনে আরও বলা হয়, যুদ্ধ শুরুর পর থেকে ট্রাম্প একাধিকবার যুদ্ধ শেষের প্রতিশ্রুতি দিলেও এখনো কার্যকর যুদ্ধবিরতি হয়নি। বরং যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বিলিয়ন ডলারের অস্ত্র সহায়তা দিয়েছে এবং ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতির আন্তর্জাতিক প্রচেষ্টাও প্রত্যাখ্যান করেছে।
এর আগে, সোমবার সকালে গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় পাঁচজন সাংবাদিকসহ অন্তত ২১ জন নিহত হন। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, “এ ঘটনায় আমি খুশি নই। এমন দৃশ্য দেখতে চাই না। তবে আমাদের অবশ্যই এই দুঃস্বপ্নের অবসান ঘটাতে হবে।”
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ট্রাম্প গাজায় আটক ইসরায়েলি বন্দিদের মুক্তির প্রচেষ্টার কথাও বলেন।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প গাজা থেকে সব ফিলিস্তিনিকে সরিয়ে দেওয়ার প্রস্তাব করেছিলেন, যা আন্তর্জাতিক আইনে জাতিগত নির্মূল এবং মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হয়।