4:37 pm, Wednesday, 27 August 2025

মুন্সীগঞ্জে পুলিশ ক্যাম্পে নৌ-ডাকাতের তাণ্ডব, গোলাগুলি

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে পুলিশের অস্থায়ী ক্যাম্পে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় নৌ-ডাকাত নয়ন-পিয়াস গ্রুপের সদস্যরা বিকেল ৫টার পর ট্রলার নিয়ে ক্যাম্পের কাছে এসে গুলি ও ককটেল বিস্ফোরণ চালায়।

উভয়পক্ষের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশের পজিশন স্থির থাকার কারণে হামলাকারীরা প্রায় এক ঘণ্টার মধ্যে স্থান ত্যাগ করে। পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জানান, এই নৌ-ডাকাতরা সম্ভবত চাঁদা তোলার উদ্দেশ্য নিয়ে নদীতে নেমেছিল, কিন্তু পুলিশ থাকা কারণে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়।

ঘটনার সময় পুলিশের পক্ষ থেকে ২৪ রাউন্ড এবং নৌ-ডাকাতদের পক্ষ থেকে প্রায় ১০০ রাউন্ড গুলি ছোড়া হয়। কোনো পুলিশ সদস্য আহত হয়নি। তবে সন্ত্রাসীদের আহত হওয়ার তথ্য এখনও নিশ্চিত নয়।

প্রসঙ্গত, গুয়াগাছিয়ায় নৌ-ডাকাত দলগুলো দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, অবৈধ বালুমহাল ও আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধে সক্রিয়। নৌ-ডাকাতদের অপতৎপরতা কমাতে সম্প্রতি এলাকায় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নৌ-ডাকাতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

আওয়ামী লীগ নির্যাতনকে সাংবিধানিক ক্ষমতা মনে করতো: আসিফ নজরুল

মুন্সীগঞ্জে পুলিশ ক্যাম্পে নৌ-ডাকাতের তাণ্ডব, গোলাগুলি

Update Time : 11:09:11 pm, Monday, 25 August 2025

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের জামালপুর গ্রামে পুলিশের অস্থায়ী ক্যাম্পে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় নৌ-ডাকাত নয়ন-পিয়াস গ্রুপের সদস্যরা বিকেল ৫টার পর ট্রলার নিয়ে ক্যাম্পের কাছে এসে গুলি ও ককটেল বিস্ফোরণ চালায়।

উভয়পক্ষের মধ্যে দফায় দফায় গোলাগুলির ঘটনা ঘটে। পুলিশের পজিশন স্থির থাকার কারণে হামলাকারীরা প্রায় এক ঘণ্টার মধ্যে স্থান ত্যাগ করে। পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জানান, এই নৌ-ডাকাতরা সম্ভবত চাঁদা তোলার উদ্দেশ্য নিয়ে নদীতে নেমেছিল, কিন্তু পুলিশ থাকা কারণে তাদের পরিকল্পনা ব্যর্থ হয়।

ঘটনার সময় পুলিশের পক্ষ থেকে ২৪ রাউন্ড এবং নৌ-ডাকাতদের পক্ষ থেকে প্রায় ১০০ রাউন্ড গুলি ছোড়া হয়। কোনো পুলিশ সদস্য আহত হয়নি। তবে সন্ত্রাসীদের আহত হওয়ার তথ্য এখনও নিশ্চিত নয়।

প্রসঙ্গত, গুয়াগাছিয়ায় নৌ-ডাকাত দলগুলো দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, অবৈধ বালুমহাল ও আধিপত্য বিস্তারসহ বিভিন্ন অপরাধে সক্রিয়। নৌ-ডাকাতদের অপতৎপরতা কমাতে সম্প্রতি এলাকায় একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প চালু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নৌ-ডাকাতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।