জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, উপদেষ্টা হোক বা রাজনীতিবিদ—কাউকেই ছাড় দেওয়া হবে না।
রোববার (২৪ আগস্ট) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে সারজিস আলম লেখেন, জুলাই সনদের মাধ্যমে মৌলিক সংস্কার বাস্তবায়নে যেই বাধা হয়ে দাঁড়াবে, তাদের মুখোশ জনগণের সামনে উন্মোচন করা হবে। তিনি স্পষ্ট করে জানান, জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পাওয়ার পরই অন্য আলোচনার সুযোগ তৈরি হতে পারে।
তার ভাষায়, উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ, কাউকেই ছাড় দেওয়া হবে না। কে কী করছেন কিংবা কী করতে চাইছেন, সবই জনগণের সামনে উন্মুক্ত হবে।
ফেসবুক পোস্টে তিনি আরও উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়তে পেরেছেন বটে, কিন্তু সবাই সেই সুযোগ পাবেন না। “জনগণ এতটা ভালো নয়,” মন্তব্য করেন তিনি।
সারজিস আলমের এই কড়া মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে।