3:36 pm, Saturday, 23 August 2025

ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ৯ জন দগ্ধ

ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ৯ জন দগ্ধ। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে একটি টিনশেড ঘরে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকি ৮ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে, সিদ্ধিরগঞ্জের পাইনাদি এলাকার মুড়ি ফ্যাক্টরির গলির জাকির খন্দকারের বাড়িতে।

দগ্ধরা হলেন: তাহেরা (৬৫), হাসান (৩৭), সালমা (৩০), মুনতাহা (১১), জান্নাত (৪), রাইয়ান (১ মাস), আসমা (৩৫), তিসা (১৬) ও আরাফাত (১৩)। তারা সবাই একই পরিবারের সদস্য, কুমিল্লার দেবিদ্বার থেকে আসা।

তাহেরা বেগমের ছোট বোন মরিয়ম জানান, তাহেরা তিন মাস আগে মেয়ের জামাই হাসানের বাসায় বেড়াতে এসেছিলেন। রাতের অন্ধকারে হঠাৎ বিকট শব্দে ঘরে আগুন ধরে যায় এবং টিনের চালা পর্যন্ত উড়ে যায়।

প্রতিবেশী মো. মামুন বলেন, অগ্নিদগ্ধ হাসানের শ্বশুর আব্দুর রশিদ এ বাড়ির কেয়ারটেকার ছিলেন। তার মৃত্যুর পর তার পরিবারের তিন মেয়ে, জামাই ও নাতি-নাতনিরা ওই বাড়ির তিনটি কক্ষে থাকতেন। বিস্ফোরণে দুটি কক্ষের সবাই দগ্ধ হয়েছেন।

ফায়ার সার্ভিস ও পুলিশের প্রাথমিক ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ। তবে পুলিশ জানিয়েছে, তদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

‘ড. ইউনূসের ব্যক্তি পরিচিতি থাকায় শুল্ক ইস্যুতে বাংলাদেশ বিশেষ সুবিধা পেয়েছে’

ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে নারী-শিশুসহ একই পরিবারের ৯ জন দগ্ধ

Update Time : 12:19:38 pm, Saturday, 23 August 2025

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গভীর রাতে একটি টিনশেড ঘরে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণে নারী ও শিশুসহ একই পরিবারের ৯ জন দগ্ধ হয়েছেন। গুরুতর আহতদের মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকি ৮ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে, সিদ্ধিরগঞ্জের পাইনাদি এলাকার মুড়ি ফ্যাক্টরির গলির জাকির খন্দকারের বাড়িতে।

দগ্ধরা হলেন: তাহেরা (৬৫), হাসান (৩৭), সালমা (৩০), মুনতাহা (১১), জান্নাত (৪), রাইয়ান (১ মাস), আসমা (৩৫), তিসা (১৬) ও আরাফাত (১৩)। তারা সবাই একই পরিবারের সদস্য, কুমিল্লার দেবিদ্বার থেকে আসা।

তাহেরা বেগমের ছোট বোন মরিয়ম জানান, তাহেরা তিন মাস আগে মেয়ের জামাই হাসানের বাসায় বেড়াতে এসেছিলেন। রাতের অন্ধকারে হঠাৎ বিকট শব্দে ঘরে আগুন ধরে যায় এবং টিনের চালা পর্যন্ত উড়ে যায়।

প্রতিবেশী মো. মামুন বলেন, অগ্নিদগ্ধ হাসানের শ্বশুর আব্দুর রশিদ এ বাড়ির কেয়ারটেকার ছিলেন। তার মৃত্যুর পর তার পরিবারের তিন মেয়ে, জামাই ও নাতি-নাতনিরা ওই বাড়ির তিনটি কক্ষে থাকতেন। বিস্ফোরণে দুটি কক্ষের সবাই দগ্ধ হয়েছেন।

ফায়ার সার্ভিস ও পুলিশের প্রাথমিক ধারণা, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণ। তবে পুলিশ জানিয়েছে, তদন্ত ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।