ভারতের সামরিক ও বেসামরিক উড়োজাহাজের জন্য আকাশসীমা ব্যবহারে আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়িয়েছে পাকিস্তান। পাকিস্তান এয়ারপোর্ট অথরিটি (পিএএ) জানায়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ প্রকাশিত এক নোটিশে জানানো হয়, ভারতের মালিকানাধীন বা লিজে নেওয়া যেকোনো সামরিক কিংবা বেসামরিক উড়োজাহাজ পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করতে পারবে না।
এই নিষেধাজ্ঞার সূত্রপাত হয় ২৪ এপ্রিল, ভারতের কাশ্মিরে পর্যটকদের ওপর হামলার পরিপ্রেক্ষিতে। ওই হামলায় নিহত হন ২৫ ভারতীয় নাগরিক। পাল্টা প্রতিক্রিয়ায় ভারত সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি স্থগিত করে। এরপরই পাকিস্তান আকাশসীমা নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয়।
এখন পর্যন্ত একাধিকবার নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে পাকিস্তান। সর্বশেষ ঘোষণার আগে নিষেধাজ্ঞার মেয়াদ ছিল ২২ আগস্ট পর্যন্ত।
ভারতের পক্ষ থেকেও ৩০ এপ্রিল পাকিস্তান ও তার সংশ্লিষ্ট উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হয়।
উভয় দেশের এই পদক্ষেপের ফলে ভারতীয় এয়ারলাইন্সগুলোর বিভিন্ন আন্তর্জাতিক রুটে বিকল্প পথ অনুসরণ করতে হচ্ছে, যার ফলে বাড়ছে সময় ও খরচ— এবং যাত্রীদেরও পড়তে হচ্ছে ভোগান্তিতে।