বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেছেন, শেখ হাসিনা ভারতের মাটিতে বসে স্বাধীনতাবিরোধীদের সঙ্গে আঁতাত করে বাংলাদেশের বিরুদ্ধে নতুন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন।
শনিবার (১৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
সভায় বক্তব্য রাখতে গিয়ে ফারুক বলেন, “এরশাদের চেয়েও বেশি স্বৈরাচারী হয়ে শেখ হাসিনা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছেন, জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করতে চেয়েছেন। এখনো দেশ ষড়যন্ত্রের মুখে আছে, এবং সেই ষড়যন্ত্র ভারতে বসে শুরু হয়েছে।”
তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, “আপনি একাত্তরের স্বাধীনতাবিরোধীদের সঙ্গে জোট বেঁধে দেশবিরোধী ষড়যন্ত্র করছেন। দেশবাসীকে সঙ্গে নিয়ে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে।”
বেগম খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরে ফারুক বলেন, “তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য জীবন উৎসর্গ করেছেন। ব্যক্তিগত নয়, বরং দেশের স্বার্থেই তিনি রাজনীতি করে গেছেন।”
বর্তমান রাজনৈতিক বাস্তবতা প্রসঙ্গে তিনি বলেন, “অনেকে বলছেন, পিআর পদ্ধতি, শেখ হাসিনার বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হবে না। কিন্তু আমি তাদের প্রশ্ন করতে চাই—এইজন্য কি আবু সাঈদ, মীর মুগ্ধরা রক্ত দিয়েছেন?”
তারেক রহমানের নেতৃত্বে বিএনপির আন্দোলনের কথা তুলে ধরে তিনি বলেন, “গত ১৬ বছর ধরে বিএনপি দমন-পীড়নের মধ্যেও আন্দোলন চালিয়ে গেছে। দেশের মানুষ জুলাই-আগস্ট বিপ্লব সফল করেছে একটি সুষ্ঠু নির্বাচনের আশায়।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারী। এতে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বাংলাদেশ সংবাদপত্র এডিটরস কাউন্সিলের চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, সংগীতশিল্পী মনির খানসহ অনেকে।