রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাবনার ঈশ্বরদী পৌর ছাত্রলীগের সভাপতি আবীর হাসান শৈশবকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে ঈশ্বরদী থানা-পুলিশের একটি দল বিমানবন্দর ও ইমিগ্রেশন পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করে। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানা-পুলিশ।
গ্রেপ্তারকৃত আবীর হাসান পাবনার ঈশ্বরদী শহরের পিয়ারাখালী জামতলা এলাকার মো. জহির হোসেনের ছেলে।
ঈশ্বরদী থানার ওসি আ স ম আব্দুন নূর জানান, ২০২৩ সালের ৪ আগস্ট ঈশ্বরদী রেলগেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি মিছিলে হামলার ঘটনায় দায়ের করা মামলায় আবীর হাসান ১০ নম্বর আসামি। ওই হামলায় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।
ঘটনার পর থেকে আবীর আত্মগোপনে ছিলেন। গ্রেপ্তারের পর শনিবার তাকে পাবনার আদালতে পাঠানো হয়েছে।