4:25 pm, Wednesday, 13 August 2025

গাজায় অনাহারে আরও ৫ মৃত্যু, ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৮৯

  • Akram
  • Update Time : 12:50:36 pm, Wednesday, 13 August 2025
  • 11

গাজায় অনাহারে আরও ৫ মৃত্যু, ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৮৯। ছবি: সংগৃহীত

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

ফিলিস্তিনের গাজায় মানবিক সংকট আরও ভয়াবহ আকার ধারণ করেছে। ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮৯ জন ফিলিস্তিনি। ইসরায়েলিদের মধ্যে ৩১ জন ছিলেন ত্রাণ প্রত্যাশী। আহত হয়েছেন আরও ৫১৩ জন।

রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া, পর্যাপ্ত খাদ্য না পাওয়ায় ক্ষুধায় মৃত্যু হয়েছে আরও পাঁচ জনের, যাদের মধ্যে রয়েছে দুইজন শিশু। চলমান দুর্ভিক্ষ পরিস্থিতিতে এখন পর্যন্ত অনাহারে মৃত্যু হয়েছে অন্তত ২২৭ জনের, যার মধ্যে ১০৩ জনই শিশু।

গাজার গণমাধ্যম বিভাগের দাবি, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এখনো ৪৩০ ধরনের খাদ্যপণ্য গাজায় প্রবেশ করতে দিচ্ছে না। হামাসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ইসরায়েল শুধু সামরিক আগ্রাসনেই নয়, বরং একটি পরিকল্পিত অনাহারনীতি প্রয়োগ করছে—যা সরাসরি মানবাধিকার লঙ্ঘন।

গাজার অবরুদ্ধ জনগণের পক্ষে ইতোমধ্যে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং আরও ২৭টি দেশ ইসরায়েলের প্রতি দ্রুত ত্রাণ সরবরাহের অনুমতি দিতে আহ্বান জানিয়েছে।

অন্যদিকে, সম্প্রতি আল জাজিরার এক সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ফ্রান্স। প্যারিস সরকার ইসরায়েলের কাছে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের নিরাপদ প্রবেশাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে।

ভারতের অন্যতম বিরোধীদল কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এক বিবৃতিতে গাজায় ইসরায়েলের কার্যক্রমকে সরাসরি “গণহত্যা” বলে আখ্যায়িত করেছেন।

Write Your Comment

About Author Information

Akram

গাজায় অনাহারে আরও ৫ মৃত্যু, ইসরায়েলি হামলায় একদিনে নিহত ৮৯

Update Time : 12:50:36 pm, Wednesday, 13 August 2025

ফিলিস্তিনের গাজায় মানবিক সংকট আরও ভয়াবহ আকার ধারণ করেছে। ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮৯ জন ফিলিস্তিনি। ইসরায়েলিদের মধ্যে ৩১ জন ছিলেন ত্রাণ প্রত্যাশী। আহত হয়েছেন আরও ৫১৩ জন।

রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া, পর্যাপ্ত খাদ্য না পাওয়ায় ক্ষুধায় মৃত্যু হয়েছে আরও পাঁচ জনের, যাদের মধ্যে রয়েছে দুইজন শিশু। চলমান দুর্ভিক্ষ পরিস্থিতিতে এখন পর্যন্ত অনাহারে মৃত্যু হয়েছে অন্তত ২২৭ জনের, যার মধ্যে ১০৩ জনই শিশু।

গাজার গণমাধ্যম বিভাগের দাবি, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এখনো ৪৩০ ধরনের খাদ্যপণ্য গাজায় প্রবেশ করতে দিচ্ছে না। হামাসের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ইসরায়েল শুধু সামরিক আগ্রাসনেই নয়, বরং একটি পরিকল্পিত অনাহারনীতি প্রয়োগ করছে—যা সরাসরি মানবাধিকার লঙ্ঘন।

গাজার অবরুদ্ধ জনগণের পক্ষে ইতোমধ্যে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া এবং আরও ২৭টি দেশ ইসরায়েলের প্রতি দ্রুত ত্রাণ সরবরাহের অনুমতি দিতে আহ্বান জানিয়েছে।

অন্যদিকে, সম্প্রতি আল জাজিরার এক সাংবাদিক নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে ফ্রান্স। প্যারিস সরকার ইসরায়েলের কাছে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের নিরাপদ প্রবেশাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে।

ভারতের অন্যতম বিরোধীদল কংগ্রেসের নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী এক বিবৃতিতে গাজায় ইসরায়েলের কার্যক্রমকে সরাসরি “গণহত্যা” বলে আখ্যায়িত করেছেন।