জাতীয়করণের দাবিসহ একাধিক সুবিধা আদায়ের লক্ষ্যে রাজধানীর রাজপথে নেমেছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা। বুধবার (১৩ আগস্ট) সকাল থেকে ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ শুরু করেন তারা।
সমাবেশ শেষে সচিবালয় অভিমুখে পদযাত্রা শুরু করার ঘোষণা দিয়েছেন শিক্ষক নেতারা। এতে করে তোপখানা রোডের দুই পাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়। যানজট এড়াতে সংশ্লিষ্ট যানবাহনগুলোকে বিকল্প পথে ঘুরিয়ে দিচ্ছে ট্রাফিক পুলিশ।
শিক্ষকদের এই কর্মসূচিতে অংশ নিতে ইতোমধ্যেই সারাদেশ থেকে কয়েক হাজার শিক্ষক ঢাকায় জড়ো হয়েছেন।
তাদের দাবির মধ্যে রয়েছে—বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ, শতভাগ উৎসব ভাতা, ৪৫ শতাংশ হাউজ রেন্ট, চিকিৎসা ও বিনোদন ভাতা প্রদান।
অন্যদিকে, জনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থানে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এক বিজ্ঞপ্তির মাধ্যমে ডিএমপি জানায়, ১৩ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সচিবালয় ও সুপ্রিম কোর্ট এলাকাসহ গুরুত্বপূর্ণ ভবনগুলোর সামনে সকল ধরনের সভা-সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ থাকবে।
সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি না করার অনুরোধও জানিয়েছে ডিএমপি।
তবে আন্দোলনরত শিক্ষকরা জানিয়েছেন, তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা রাজপথ না ছাড়ার সিদ্ধান্তে অনড়।