4:49 am, Wednesday, 15 January 2025

‘সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ’

  • Akram
  • Update Time : 10:27:13 pm, Monday, 13 January 2025
  • 69

সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

রাজশাহী জেলার চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের পশ্চিম বালিয়াডাঙা গ্রামের ফারদিন রহমানের বাড়ির দেয়ালে সম্প্রতি একটি অশান্তিকর বার্তা লেখা হয়েছে। “সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” – এই লেখাটি রোববার (১২ জানুয়ারি) রাতে দেখা যায়।

বিষয়টি সোমবার (১৩ জানুয়ারি) জানাজানি হয় এবং এর ফলে আতঙ্কিত হয়েছেন ফারদিনের পরিবারের সদস্যরা।

ফারদিন রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সংগঠক। তার বাবার নাম বজলুর রহমান, যিনি সিটি পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ফারদিন জানান, রোববার রাত ১০টার দিকে তিনি তার বাবার সঙ্গে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির দেয়ালে লেখাটি দেখে তারা চিন্তিত হয়ে পড়েন, বিশেষ করে কারণ তার বাবা-মা প্রায় সময়ই বাড়িতে একা থাকেন।

উল্লেখ্য, গত বছরের ১৮ জুলাই চারঘাট উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল বের করা হলে, ফারদিন রহমানসহ বেশ কিছু শিক্ষার্থী আটক হন। পরবর্তীতে তারা রাজশাহী জেলা কারাগারে পাঠানো হলেও, আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন তারা মুক্তি পান।

এ বিষয়ে ফারদিন রহমান থানায় অভিযোগ দায়ের করেছেন এবং স্থানীয় পুলিশ প্রশাসন এ ঘটনার তদন্তে নেমেছে। চারঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে।

Write Your Comment

About Author Information

Akram

কনক্রিট হল ব্লক- বাড়ির শক্ত ভিতের জন্য সেরা পছন্দ

‘সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ’

Update Time : 10:27:13 pm, Monday, 13 January 2025

রাজশাহী জেলার চারঘাট উপজেলার সরদহ ইউনিয়নের পশ্চিম বালিয়াডাঙা গ্রামের ফারদিন রহমানের বাড়ির দেয়ালে সম্প্রতি একটি অশান্তিকর বার্তা লেখা হয়েছে। “সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” – এই লেখাটি রোববার (১২ জানুয়ারি) রাতে দেখা যায়।

বিষয়টি সোমবার (১৩ জানুয়ারি) জানাজানি হয় এবং এর ফলে আতঙ্কিত হয়েছেন ফারদিনের পরিবারের সদস্যরা।

ফারদিন রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সংগঠক। তার বাবার নাম বজলুর রহমান, যিনি সিটি পলিটেকনিক অ্যান্ড টেক্সটাইল ইনস্টিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। ফারদিন জানান, রোববার রাত ১০টার দিকে তিনি তার বাবার সঙ্গে বাজার থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির দেয়ালে লেখাটি দেখে তারা চিন্তিত হয়ে পড়েন, বিশেষ করে কারণ তার বাবা-মা প্রায় সময়ই বাড়িতে একা থাকেন।

উল্লেখ্য, গত বছরের ১৮ জুলাই চারঘাট উপজেলার পল্লী বিদ্যুৎ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল বের করা হলে, ফারদিন রহমানসহ বেশ কিছু শিক্ষার্থী আটক হন। পরবর্তীতে তারা রাজশাহী জেলা কারাগারে পাঠানো হলেও, আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন তারা মুক্তি পান।

এ বিষয়ে ফারদিন রহমান থানায় অভিযোগ দায়ের করেছেন এবং স্থানীয় পুলিশ প্রশাসন এ ঘটনার তদন্তে নেমেছে। চারঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে।