11:28 am, Thursday, 21 August 2025

‘আপনারা তেল মারা বন্ধ করেন, ভবিষ্যতে কে আসবে পরে দেখা যাবে’

‘আপনারা তেল মারা বন্ধ করেন, ভবিষ্যতে কে আসবে পরে দেখা যাবে’

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সরকারি কর্মচারী উদ্দেশ্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আপনারা তেল মারা বন্ধ করেন, ভবিষ্যতে কে আসবে পরে দেখা যাবে। আপনারা কঠোর হবেন, এখনই হচ্ছে আপনাদের সবচেয়ে বড় সুযোগ। কোনো অবস্থাতেই ছাড় দিবেন না।

রোববার (১২ জানুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর মাঠে একটি বেসরকারি ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি অংশ হিসেবে ৩০টি পাওয়ার টিলার ৩০টি টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটলে কাউকেই ছাড় নয়। রাজনীতি করেন আপত্তি নেই, কিন্তু আইনশৃঙ্খলা ভঙ্গ করলে কোনো অবস্থায়ই কাউকে ছাড় দেয়া হবে না।

শ্রীনগর থানা থেকে আসামি যুবদল নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনা ইঙ্গিত করে তিনি পুলিশ সুপারকে নির্দেশ দিয়ে বলেন, সে যেই হউক, যদি আমার ভাইও হয় তাকেও ছাড় নেই, আগে চৌদ্দ শিকের ভেতর ঢুকান। যারা এমপি হউক বা যা হউক সেই সময় হবেন। এখন আইনশৃঙ্খলায় ব্যাপারে তাদের কোন হাত নেই। রাজনীতিবীদদের দেশের কাজ করার পরামর্শ দেন।

আয়োজনটিতে আরও অংশ নেন- কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমান, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার ও ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জমান খান, পরিচালক রাশেদুর রহমান শাহীন, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার ও উপজেলা কৃষি অফিসার আবু সাঈদ শুভ্র, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক বিপ্লব কুমার মোহন্ত, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. মারুফ প্রমুখ।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

হাসিনা ১৬ বছরে যা করেছে, এরা এক বছরে সেটা করছে: নুর

‘আপনারা তেল মারা বন্ধ করেন, ভবিষ্যতে কে আসবে পরে দেখা যাবে’

Update Time : 10:00:13 pm, Sunday, 12 January 2025

সরকারি কর্মচারী উদ্দেশ্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আপনারা তেল মারা বন্ধ করেন, ভবিষ্যতে কে আসবে পরে দেখা যাবে। আপনারা কঠোর হবেন, এখনই হচ্ছে আপনাদের সবচেয়ে বড় সুযোগ। কোনো অবস্থাতেই ছাড় দিবেন না।

রোববার (১২ জানুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর মাঠে একটি বেসরকারি ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচি অংশ হিসেবে ৩০টি পাওয়ার টিলার ৩০টি টিউবওয়েল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটলে কাউকেই ছাড় নয়। রাজনীতি করেন আপত্তি নেই, কিন্তু আইনশৃঙ্খলা ভঙ্গ করলে কোনো অবস্থায়ই কাউকে ছাড় দেয়া হবে না।

শ্রীনগর থানা থেকে আসামি যুবদল নেতাকে ছিনিয়ে নেয়ার ঘটনা ইঙ্গিত করে তিনি পুলিশ সুপারকে নির্দেশ দিয়ে বলেন, সে যেই হউক, যদি আমার ভাইও হয় তাকেও ছাড় নেই, আগে চৌদ্দ শিকের ভেতর ঢুকান। যারা এমপি হউক বা যা হউক সেই সময় হবেন। এখন আইনশৃঙ্খলায় ব্যাপারে তাদের কোন হাত নেই। রাজনীতিবীদদের দেশের কাজ করার পরামর্শ দেন।

আয়োজনটিতে আরও অংশ নেন- কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদুর রহমান, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার ও ঢাকা ব্যাংকের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান এটিএম হায়াতুজ্জমান খান, পরিচালক রাশেদুর রহমান শাহীন, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার ও উপজেলা কৃষি অফিসার আবু সাঈদ শুভ্র, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক বিপ্লব কুমার মোহন্ত, ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. মারুফ প্রমুখ।