গুঞ্জন সত্যি হয়ে গেল। চেন্নাইতে নিজের দ্বিতীয় বোলিং পরীক্ষাতেও সফল হতে পারেননি সাকিব আল হাসান। এর ফলে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষিদ্ধ হয়ে গেলেন বাংলাদেশ ক্রিকেট দলের এই অলরাউন্ডার।
গত দুদিন ধরে শোনা যাচ্ছিল যে, সাকিবের বোলিং অ্যাকশন চেন্নাইতে বৈধতা পায়নি। নিয়ম অনুযায়ী, পরপর দুই বোলিং টেস্টে ব্যর্থ হলে আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞা জারি হয়, আর ঠিক তেমনটাই ঘটল সাকিবের ক্ষেত্রে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাকিব আল হাসানের ওপর ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের অধীনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বোলিং করার নিষেধাজ্ঞা বহাল রয়েছে। গত মাসে ভারতের চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র স্পোর্টস সায়েন্স সেন্টারে পুনর্মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
এখন সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেটে শুধুমাত্র ব্যাটার হিসেবে খেলতে পারবেন। তবে, পরবর্তী বোলিং অ্যাকশন পরীক্ষায় উত্তীর্ণ হলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে। এর ফলে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবের অংশগ্রহণ নিয়েও নতুন জটিলতা তৈরি হতে পারে।