লন্ডনে যাওয়ার পথে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে গেছেন অভিনেত্রী নিপুণ আক্তার। কাগজপত্রের অমিলের কারণে তাকে ইমিগ্রেশন পুলিশের হেফাজতে নেওয়া হয়, পরে কিছু সময় পর তাকে ফিরিয়ে দেওয়া হয়।
নিপুণ লন্ডন যাচ্ছিলেন, তবে কাগজপত্রে সমস্যা হওয়ায় বিমানবন্দর থেকে তাকে দেশে ফিরিয়ে পাঠানো হয়। সিলেট বিমানবন্দর থেকে ফেরত আসার পর এটা নিশ্চিত হয় যে, তিনি দেশেই আছেন, যেটি কিছুদিন ধরে চলমান গুঞ্জনকে উড়িয়ে দেয়।
সাম্প্রতিক সময়ে, বিশেষ করে গত ৫ আগস্ট থেকে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর আওয়ামী লীগ নেতা-কর্মীদের অনুপস্থিতি লক্ষ্য করা গেছে, এবং নিপুণেরও মিডিয়ার সামনে না আসা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা চলছিল। অনেকেই ধারণা করেছিলেন যে, গ্রেপ্তার আতঙ্কে নিপুণ দেশ ছেড়েছেন, তবে তার এই বিমানবন্দরে আটকে পড়া ঘটনাটি তার দেশে থাকার বিষয়টি নিশ্চিত করে।
নিপুণ ২০২২ সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে আলোচিত হয়েছিলেন, যেখানে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের কাছে পরাজিত হয়েছিলেন। পরবর্তীতে আদালতের মাধ্যমে শিল্পী সমিতির সভাপতির পদে বসেন তিনি।
এছাড়া, ২০২৪ সালের নির্বাচনে মিশা সওদাগর ও ডিপজল জয়ী হলে, নিপুণ ফের হেরে যান এবং আদালতের দ্বারস্থ হন, তবে শেষ পর্যন্ত তিনি আর সমিতির দায়িত্ব পাননি।










