11:27 am, Thursday, 21 August 2025

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক (মানিলন্ডারিং) মো. মাসুদুর রহমান আদালতে এই নিষেধাজ্ঞার আবেদন করেন। দুদকের পক্ষে শুনানি করেন মাহমুদ হোসেন জাহাঙ্গীর। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে মুজিবুল হকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, সাবেক মন্ত্রী মুজিবুল হকের বিরুদ্ধে রেলপথের টেন্ডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রেলওয়ের উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে নিজের ও পরিবারের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও উত্থাপিত হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মুজিবুল হক তার ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে দেশের বিভিন্ন স্থানে এবং বিদেশে বিপুল সম্পদ অর্জন করেছেন। বর্তমান পরিস্থিতিতে তিনি দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমন রোধ করা প্রয়োজন বলে দুদক উল্লেখ করেছে।

দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

হাসিনা ১৬ বছরে যা করেছে, এরা এক বছরে সেটা করছে: নুর

সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা

Update Time : 10:30:56 pm, Thursday, 9 January 2025

সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা-১১ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের ভিত্তিতে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের উপপরিচালক (মানিলন্ডারিং) মো. মাসুদুর রহমান আদালতে এই নিষেধাজ্ঞার আবেদন করেন। দুদকের পক্ষে শুনানি করেন মাহমুদ হোসেন জাহাঙ্গীর। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করে মুজিবুল হকের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেন।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, সাবেক মন্ত্রী মুজিবুল হকের বিরুদ্ধে রেলপথের টেন্ডার বাণিজ্য, নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে রেলওয়ের উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে নিজের ও পরিবারের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও উত্থাপিত হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, মুজিবুল হক তার ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে দেশের বিভিন্ন স্থানে এবং বিদেশে বিপুল সম্পদ অর্জন করেছেন। বর্তমান পরিস্থিতিতে তিনি দেশত্যাগ করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমন রোধ করা প্রয়োজন বলে দুদক উল্লেখ করেছে।

দুদকের কোর্ট পরিদর্শক আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।