4:26 pm, Thursday, 21 August 2025

আন্দোলনে নিহত ছাত্রদল নেতার সন্তানের দায়িত্ব নিলেন তারেক রহমান

আন্দোলনে নিহত ছাত্রদল নেতার সন্তানের দায়িত্ব নিলেন তারেক রহমান

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

মাগুরা জেলার ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদি হাসান রাব্বি, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত হন, তার সদ্য ভূমিষ্ঠ কন্যার দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে মাগুরা শহরের বরুণাতৈল গ্রামে রাব্বির বাড়িতে গিয়ে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের প্রতিনিধিদল তার পরিবারটির খোঁজখবর নেয়। এ সময় রাব্বির কন্যার দেখভালের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তারা নিহত ছাত্রদল নেতার পরিবারটির সঙ্গে যোগাযোগ করেছেন।

এ সময় ইঞ্জিনিয়ার বকুল বলেন, “জাতির জন্য জীবন দিয়েছেন মেহেদি হাসান রাব্বি। তার মৃত্যুর সাড়ে চার মাস পর জন্ম নেওয়া শিশুটির দায়িত্ব নেওয়া হয়েছে। তারেক রহমানের পক্ষ থেকে শিশুটির জন্য উপহার সামগ্রীও পাঠানো হয়েছে। আমরা এই পরিবারটির পাশে থাকব, যাতে তারা আত্মমর্যাদা নিয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।”

এ সফরে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মোমিন মিথুন, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবদুর রহিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ৪ আগস্ট মাগুরা শহরের ঢাকা রোডব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন মেহেদি হাসান রাব্বি।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

যে শিক্ষা আমাদের গোলাম করে রাখে তা দিয়ে কী করব: ফরহাদ মজহার

আন্দোলনে নিহত ছাত্রদল নেতার সন্তানের দায়িত্ব নিলেন তারেক রহমান

Update Time : 12:26:45 pm, Tuesday, 7 January 2025

মাগুরা জেলার ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদি হাসান রাব্বি, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত হন, তার সদ্য ভূমিষ্ঠ কন্যার দায়িত্ব গ্রহণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে মাগুরা শহরের বরুণাতৈল গ্রামে রাব্বির বাড়িতে গিয়ে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের প্রতিনিধিদল তার পরিবারটির খোঁজখবর নেয়। এ সময় রাব্বির কন্যার দেখভালের দায়িত্ব নেওয়ার ঘোষণা দেওয়া হয়।

প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় তারা নিহত ছাত্রদল নেতার পরিবারটির সঙ্গে যোগাযোগ করেছেন।

এ সময় ইঞ্জিনিয়ার বকুল বলেন, “জাতির জন্য জীবন দিয়েছেন মেহেদি হাসান রাব্বি। তার মৃত্যুর সাড়ে চার মাস পর জন্ম নেওয়া শিশুটির দায়িত্ব নেওয়া হয়েছে। তারেক রহমানের পক্ষ থেকে শিশুটির জন্য উপহার সামগ্রীও পাঠানো হয়েছে। আমরা এই পরিবারটির পাশে থাকব, যাতে তারা আত্মমর্যাদা নিয়ে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে।”

এ সফরে উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকসেদুল মোমিন মিথুন, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক কুতুবুদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবদুর রহিমসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ৪ আগস্ট মাগুরা শহরের ঢাকা রোডব্রিজ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত হন মেহেদি হাসান রাব্বি।