7:02 pm, Thursday, 26 December 2024

সামনে নির্বাচিত সরকার আসবে, যোগ্য লোক দেখে ভোট দিতে হবে: সারজিস

  • Akram
  • Update Time : 06:26:58 pm, Wednesday, 25 December 2024
  • 22

সামনে নির্বাচিত সরকার আসবে, যোগ্য লোক দেখে ভোট দিতে হবে: সারজিস

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, সামনে নতুন নির্বাচিত সরকার আসবে। তাই ভোট টাকার বিনিময়ে নয় যোগ্য লোক দেখে ভোট দিতে হবে।

বুধাবার (২৫ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘নতুন বাংলাদেশ, নতুন সরকার। সামনে নতুন নির্বাচিত সরকার আসবে। আর তাই নতুন করে মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে এমপি মন্ত্রী হবে। যেদিন ভোট হবে ওইদিন জনগণ হিসেবে তার আগের দিন রাতে কয়েশ বা কয়েক হাজার টাকার বিনিময়ে আমরা কাউকে ভোট দিব না। যে সব থেকে ভালো লোক, যোগ্য লোক তাকে ভোটটা দিতে হবে।’

তিনি আরও বলেন, পাঁচ বছরে কাকে আপনি বসাবেন এটার সুযোগ মাত্র একবার পাওয়া যায়। ওই যুগটা যদি কয়েশ টাকার বিনিময়ে আপনি নষ্ট করেন তাহলে আগামী পাঁচ বছরে ওই লোকটা আপনার উপর জুলুম করবে। এটার দায় আপনি এড়াতে পারেন না। এ জায়গা থেকে আমাদের নিজেদের ব্যক্তিগত জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। আর্থিক ব্যবস্থা থেকে সামাজিক, বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। এখন রাষ্ট্রের এ সকল সমস্যা সংস্কার করতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার।

উপদেষ্টা আরও বলেন, আপনারা জানেন সংস্কার কমিশন গঠিত হয়েছে এবং এই কমিশনের যে সময় ছিল তার তিন মাস প্রায় ফুরিয়ে এসেছে। তাদের যে প্রস্তাবনা ছিল তা সরকারকে দেবে। সরকার অংশীচনদের সঙ্গে কনসালটেশনের মাধ্যমে সংস্কার কার্যক্রমে এগিয়ে যাবে। আমার আহ্বান থাকবে আপনারা আপনাদের মতামত, সহযোগিতা ও সমর্থন দিয়ে স্বাধীনতার বিরল সুযোগকে কাজে লাগান। আপনারা আপনাদের মতামত দেবেন।

তিনি বলেন, আমরা বাংলাদেশকে সেভাবে দেখতে চাই, যেভাবে দেশের মানুষ বাংলাদেশকে দেখতে চায়। সে জন্য আপনাদের মতামত ও সমর্থন খুবই গুরুত্বপূর্ণ।

শেষে উপজেলার প্রায় ২ হাজার দুস্থ ও দরিদ্র পরিবারের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ গণঅভ্যুত্থানে নিহত পঞ্চগড়ের পাঁচ শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা হিসেবে বিভিন্ন অংকের চেক বিতরণ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

Write Your Comment

About Author Information

Akram

সামনে নির্বাচিত সরকার আসবে, যোগ্য লোক দেখে ভোট দিতে হবে: সারজিস

Update Time : 06:26:58 pm, Wednesday, 25 December 2024

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, সামনে নতুন নির্বাচিত সরকার আসবে। তাই ভোট টাকার বিনিময়ে নয় যোগ্য লোক দেখে ভোট দিতে হবে।

বুধাবার (২৫ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘নতুন বাংলাদেশ, নতুন সরকার। সামনে নতুন নির্বাচিত সরকার আসবে। আর তাই নতুন করে মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে এমপি মন্ত্রী হবে। যেদিন ভোট হবে ওইদিন জনগণ হিসেবে তার আগের দিন রাতে কয়েশ বা কয়েক হাজার টাকার বিনিময়ে আমরা কাউকে ভোট দিব না। যে সব থেকে ভালো লোক, যোগ্য লোক তাকে ভোটটা দিতে হবে।’

তিনি আরও বলেন, পাঁচ বছরে কাকে আপনি বসাবেন এটার সুযোগ মাত্র একবার পাওয়া যায়। ওই যুগটা যদি কয়েশ টাকার বিনিময়ে আপনি নষ্ট করেন তাহলে আগামী পাঁচ বছরে ওই লোকটা আপনার উপর জুলুম করবে। এটার দায় আপনি এড়াতে পারেন না। এ জায়গা থেকে আমাদের নিজেদের ব্যক্তিগত জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। আর্থিক ব্যবস্থা থেকে সামাজিক, বিভিন্ন প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। এখন রাষ্ট্রের এ সকল সমস্যা সংস্কার করতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার।

উপদেষ্টা আরও বলেন, আপনারা জানেন সংস্কার কমিশন গঠিত হয়েছে এবং এই কমিশনের যে সময় ছিল তার তিন মাস প্রায় ফুরিয়ে এসেছে। তাদের যে প্রস্তাবনা ছিল তা সরকারকে দেবে। সরকার অংশীচনদের সঙ্গে কনসালটেশনের মাধ্যমে সংস্কার কার্যক্রমে এগিয়ে যাবে। আমার আহ্বান থাকবে আপনারা আপনাদের মতামত, সহযোগিতা ও সমর্থন দিয়ে স্বাধীনতার বিরল সুযোগকে কাজে লাগান। আপনারা আপনাদের মতামত দেবেন।

তিনি বলেন, আমরা বাংলাদেশকে সেভাবে দেখতে চাই, যেভাবে দেশের মানুষ বাংলাদেশকে দেখতে চায়। সে জন্য আপনাদের মতামত ও সমর্থন খুবই গুরুত্বপূর্ণ।

শেষে উপজেলার প্রায় ২ হাজার দুস্থ ও দরিদ্র পরিবারের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণসহ গণঅভ্যুত্থানে নিহত পঞ্চগড়ের পাঁচ শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা হিসেবে বিভিন্ন অংকের চেক বিতরণ করেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও অন্যতম সমন্বয়ক সারজিস আলম।