1:11 pm, Sunday, 22 December 2024

‘গণহত্যা ধামাচাপা দিতে ইন্টারনেট বন্ধের নির্দেশ দেন শেখ হাসিনা’

  • Akram
  • Update Time : 06:27:56 pm, Thursday, 19 December 2024
  • 29

‘গণহত্যা ধামাচাপা দিতে ইন্টারনেট বন্ধের নির্দেশ দেন শেখ হাসিনা’

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

জুলাই-আগস্ট গণহত্যায় ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। তা বাস্তবায়ন করেন তৎকালীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে পলক এ কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) তিনি সাংবাদিকদের এ কথা বলেছেন। পলকের দেয়া তথ্য জানিয়ে তাজুল বলেন, শেখ হাসিনার টার্গেট ছিল ইন্টারনেট বন্ধ করে গণহত্যা ধামাচাপা দেয়া।

তিনি বলেন, আসামি জিয়াউল আহসান ট্রাইব্যুনালে একটি আবেদন করেছেন। তিনি বলেছেন, এই ট্র্যাইব্যুনালের নাকি বিচার করার এখতিয়ার নাই। বিচার বিতর্কিত করতে এমন আবেদন করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে, জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ ৮ কর্মকর্তার বিরুদ্ধে দুই মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী ২০ ফেব্রুয়ারি তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করতে বলা হয়েছে।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ, গাজী এম এইচ তামিম।

Write Your Comment

About Author Information

Akram

কনক্রিট হল ব্লক- বাড়ির শক্ত ভিতের জন্য সেরা পছন্দ

‘গণহত্যা ধামাচাপা দিতে ইন্টারনেট বন্ধের নির্দেশ দেন শেখ হাসিনা’

Update Time : 06:27:56 pm, Thursday, 19 December 2024

জুলাই-আগস্ট গণহত্যায় ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। তা বাস্তবায়ন করেন তৎকালীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদে পলক এ কথা স্বীকার করেছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) তিনি সাংবাদিকদের এ কথা বলেছেন। পলকের দেয়া তথ্য জানিয়ে তাজুল বলেন, শেখ হাসিনার টার্গেট ছিল ইন্টারনেট বন্ধ করে গণহত্যা ধামাচাপা দেয়া।

তিনি বলেন, আসামি জিয়াউল আহসান ট্রাইব্যুনালে একটি আবেদন করেছেন। তিনি বলেছেন, এই ট্র্যাইব্যুনালের নাকি বিচার করার এখতিয়ার নাই। বিচার বিতর্কিত করতে এমন আবেদন করা হয়েছে বলে জানান তিনি।

এদিকে, জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ ৮ কর্মকর্তার বিরুদ্ধে দুই মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী ২০ ফেব্রুয়ারি তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করতে বলা হয়েছে।

ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আদালতে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ, গাজী এম এইচ তামিম।