4:53 pm, Thursday, 21 August 2025

হাসিনার পতনের পর রেমিট্যান্স বেড়েছে ২৬ শতাংশ: আসিফ নজরুল

হাসিনার পতনের পর রেমিট্যান্স বেড়েছে ২৬ শতাংশ: আসিফ নজরুল

Monzu-Info-Tech
Monzu-Info-Tech

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছেন, শেখ হাসিনার পতন ও পলায়নের পর দেশে রেমিট্যান্স প্রবাহ ২৬ শতাংশ বেড়েছে। তিনি বলেন, প্রবাসীরা উজাড় করে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে চলেছেন। তারা আমাদের দেশ গড়ার মূল চালিকাশক্তি। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবসের আলোচনা সভায় এই তথ্য দেন তিনি।

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, প্রবাসীদের সব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি দ্রুতই তা বাস্তবায়ন হবে। সব ধরনের হয়রানি বন্ধে কাজ করা হচ্ছে। অভিবাসন ব্যয় কমানোর চেষ্টা চলছে। এজেন্সিগুলোকে বলা হচ্ছে। ইউরোপের দেশগুলোতেও দক্ষ শ্রমিক পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। ইন্ট্রিগেশনের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে।

আসিফ নজরুল বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ফ্যাসিস্টরা লুটপাট করে বিদেশে পাচার করলে আমাদের খুব কষ্ট লাগে। প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠান ইসলামী ব্যাংকের মাধ্যমে। তাদের সবচেয়ে পছন্দ ইসলামী ব্যাংক। সেই ইসলামী ব্যাংক ফ্যাসিস্ট হাসিনা সরকার দখল করে লুটপাট করেছে। হাজার হাজার টাকা পাচার করেছে।

পাসপোর্ট প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই পাসপোর্টের সমস্যা নিয়ে আসেন। এটি আমার মন্ত্রণালয়ের অধীনে না। পাসপোর্টের হয়রানি বন্ধে আমরা হয়তো অনুরোধ করতে পারি। তবুও আমরা চেষ্টা করব।

প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের বিষয়ে ড. আসিফ নজরুল বলেন, ভোটাধিকার নিশ্চিতের বিষয়টি পুরোটা কমিশনের ব্যাপার। আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষে যতটুকু সম্ভব চেষ্টা করব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া। বক্তব্যে তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে বিদেশে প্রবাসীরা জোরালো ভূমিকা পালন করেছেন। তারা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বড় ভূমিকা পালন করে চলেছেন। প্রবাসীদের সব অসুবিধা দূর করতে সরকার ভূমিকা রাখবে।

Write Your Comment

About Author Information

Bangladesh Diplomat

যে শিক্ষা আমাদের গোলাম করে রাখে তা দিয়ে কী করব: ফরহাদ মজহার

হাসিনার পতনের পর রেমিট্যান্স বেড়েছে ২৬ শতাংশ: আসিফ নজরুল

Update Time : 05:04:01 pm, Wednesday, 18 December 2024

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল জানিয়েছেন, শেখ হাসিনার পতন ও পলায়নের পর দেশে রেমিট্যান্স প্রবাহ ২৬ শতাংশ বেড়েছে। তিনি বলেন, প্রবাসীরা উজাড় করে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়ে চলেছেন। তারা আমাদের দেশ গড়ার মূল চালিকাশক্তি। আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।

বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবসের আলোচনা সভায় এই তথ্য দেন তিনি।

অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, প্রবাসীদের সব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করি দ্রুতই তা বাস্তবায়ন হবে। সব ধরনের হয়রানি বন্ধে কাজ করা হচ্ছে। অভিবাসন ব্যয় কমানোর চেষ্টা চলছে। এজেন্সিগুলোকে বলা হচ্ছে। ইউরোপের দেশগুলোতেও দক্ষ শ্রমিক পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। ইন্ট্রিগেশনের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে।

আসিফ নজরুল বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ ফ্যাসিস্টরা লুটপাট করে বিদেশে পাচার করলে আমাদের খুব কষ্ট লাগে। প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠান ইসলামী ব্যাংকের মাধ্যমে। তাদের সবচেয়ে পছন্দ ইসলামী ব্যাংক। সেই ইসলামী ব্যাংক ফ্যাসিস্ট হাসিনা সরকার দখল করে লুটপাট করেছে। হাজার হাজার টাকা পাচার করেছে।

পাসপোর্ট প্রসঙ্গে তিনি বলেন, অনেকেই পাসপোর্টের সমস্যা নিয়ে আসেন। এটি আমার মন্ত্রণালয়ের অধীনে না। পাসপোর্টের হয়রানি বন্ধে আমরা হয়তো অনুরোধ করতে পারি। তবুও আমরা চেষ্টা করব।

প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের বিষয়ে ড. আসিফ নজরুল বলেন, ভোটাধিকার নিশ্চিতের বিষয়টি পুরোটা কমিশনের ব্যাপার। আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষে যতটুকু সম্ভব চেষ্টা করব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া। বক্তব্যে তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিরুদ্ধে বিদেশে প্রবাসীরা জোরালো ভূমিকা পালন করেছেন। তারা দেশের অর্থনীতির চাকা সচল রাখতে বড় ভূমিকা পালন করে চলেছেন। প্রবাসীদের সব অসুবিধা দূর করতে সরকার ভূমিকা রাখবে।